রবিবার, ০৯ আগস্ট, ২০২০, ০৬:৪৩:০৬

আমেরিকার বেশির ভাগ করোনা পরীক্ষাই 'পুরোপুরি আবর্জনা' : বিল গেটস

আমেরিকার বেশির ভাগ করোনা পরীক্ষাই 'পুরোপুরি আবর্জনা' : বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরীক্ষাকে আব'র্জনার সঙ্গে তুলনা করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। করোনার পরীক্ষা নিয়ে বিল গেটস বলেন, ''দেশটির করোনার পরীক্ষার ফলাফল দেরিতে আসে আর ফলাফলের যথার্থতাও নি'শ্চিত করা সম্ভব হয় না।''

বিল গেটস বলেন, ''যে কম্পানির অধীনে টেস্ট করা হয়, তাদের আর্থিকভাবে প্রণোদনা দেওয়া হয় না। বেশির ভাগ পরীক্ষাই আবর্জনার সমান। কিন্তু সবার কাছ থেকে আবার অর্থ নেওয়া হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে ধনী ব্যক্তিরাই এই টেস্ট করাতে পারে।''

বিল গেটস বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট নেওয়ার জন্য বাড়তি টাকা দিতে হয়। তবে ৪৮ ঘণ্টার জন্য সেই স্বাভাবিক টাকা। তবে রিপোর্ট এক রাতের মধ্যেই তৈরি হয়ে যায়। করোনার সঠিক রিপোর্ট যুক্তরাষ্ট্রে এখন নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

বিল গেটস বলছেন, করোনা টেস্টের খরচ কমাতে তিনি এরই মধ্যে সরকারকে আহ্বান জানিয়েছেন, তবে এ বিষয়ে মানতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে করোনার মতো জলবায়ু সং'কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে তাগাদা দিয়েছেন বিল গেটস।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে