সোমবার, ১০ আগস্ট, ২০২০, ০৫:০০:২৮

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ মহিলাসহ তাবলিগের ১৭ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ মহিলাসহ তাবলিগের ১৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের কারণে ভারতের দিল্লিতে আ'টকেপড়া তাবলিগ জামাত সদস্যের মধ্যে ৮ মহিলাসহ ১৭ বাংলাদেশি টানা চার মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন। রবিবার রাত ৮টার দিকে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। এর আগে ৭ আগস্ট রাতে হস্তান্তর করা হয় আরো ১৪ জন বাংলাদেশিকে।

ফেরত আসা তাবলিগ সদস্যদের বাড়ি ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন জেলায়। তাদেরকে ১৪ দিনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলীগ জামাতের কর্মীরা পাসপোর্টযোগে ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলীগ জামাতের একটি ধর্মীয় সমাবেশে যোগ দেন। 

নিজামুদ্দিন মারকাজে অবস্থানরতদের অনেকের শরীরে করোনা ভাইরাসের সং'ক্র'মণ ধ'রা পড়ার পর মওলানা সাদসহ তাবলীগ নেতাদের বি'রু'দ্ধে নিষে'ধা'জ্ঞা অমা'ন্যের অ'ভিযো'গে মামলাও হয়। ভিসার নিয়ম ল'ঙ্ঘ'ন করায় বাংলাদেশিসহ তাবলীগ জামাতের বিপুল সংখ্যক সদস্যকে আ'টক করে কারাগারে পাঠায় ভারতীয় পুলিশ। তাদের বি'রু'দ্ধে অ'ভিযো'গ আসে করোনা সং'ক্র'মণ ছড়ানোর। পরে সে দেশের পুলিশ তাদের আ'টক করে হরিয়ানা জেল খানায় পাঠায়।

সেখানকার আদালত তাদের ৪ মাস করে সা'জা দেন। সা'জার মেয়াদ শেষ হওয়ার পরে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর তারা দেশে ফিরে আসেন। বেনাপোল চেকপোস্ট  ইমিশ্রেশনের (ওসি) মহাসিন কবির ঘ'টনার সত্যতা স্বী'কার করে জানান, ফেরত আসাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চেকপোস্ট স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ই'মিগ্রে'শনের স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার আশরাফুজ্জামান জানান, ফেরত আসা তাবলীগ সদস্যদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। যেহেতু তারা দী'র্ঘদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গণজামায়াতে মধ্যে ছিলেন। তারপরও ৪ মাস জেল হাজতে ছিলেন। তাদের শরীরে করোনাভাইরাস আছে কিনা সে জন্য ঝিকরগাছা গাজির দরগায় ১৪ দিনের জন্য সরকারি তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন বলে জানান চেকপোস্ট পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে