সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১১:২০:৫২

অবশেষে পদত্যাগ করতে যাচ্ছে লেবানন সরকার

অবশেষে পদত্যাগ করতে যাচ্ছে লেবানন সরকার

বিনোদন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভ'য়াবহ বি'স্ফোরণের ঘটনায় ক্রমবর্ধমান চা'পের মুখে পদত্যাগ করতে যাচ্ছে দেশটির সরকার। সোমবারই লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ ঘোষণা করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সড়ে ৭টায় জাতির উদ্দেশে হাসান দিয়াব ভাষণ দেবেন বলে জানিয়েছে তার কার্যালয়। এদিকে দেশটির মন্ত্রিসভার এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেন, পুরো সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি জানান, প্রেসিডেন্ট ভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি সেখানে মন্ত্রিসভার পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেবেন। 
গত মঙ্গলবার লেবাননের রাজধানীতে বৈরুতের বন্দর এলাকায় ভ'য়াবহ বি'স্ফোরণে নিহ'তের সংখ্যা দুইশ’ ছাড়িয়েছে। আহ'ত হয়েছেন আরো প্রায় পাঁচ হাজার মানুষ। এ ঘটনায় রাজধানীজুড়ে সরকার বি'রোধী বি'ক্ষোভও দিন দিন জো'রদার হচ্ছে।

ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করা হয়। বৈরুতে ভ'য়াবহ বি'স্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তী'ব্র বি'ক্ষোভের মাঝে সোমবার দেশটির আরও দুজন মন্ত্রী পদত্যাগ করেন। এ নিয়ে দেশটির ৯ এমপি এবং মন্ত্রিসভার অন্তত চার সদস্য পদত্যাগ করেন। ফলে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন পুরো সরকার ভা'ঙনের মুখে পড়ছে বলে বিশ্লেষকরা জানান। এদিকে, বি'স্ফোরণের ধা'ক্কা সামলে ওঠার জন্য লেবাননকে ২৫ কোটি ইউরো আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে