সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১১:৪৪:৩১

'পুরুষ সে কথা বাইরে বলতে পারে না'

'পুরুষ সে কথা বাইরে বলতে পারে না'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১৮ শতাং'শ পুরুষ ধ'র্ষি'ত হয়, মহিলারা তাদের যৌ'ন হে'ন'স্থাও করে। কিন্তু পুরুষ সে কথা বাইরে বলতে পারে না। দেশের আইন প্রায় পু'রো'টাই মেয়েদের পক্ষে। পুরুষ তাই নি'রু'পা'য়। এ সমাজ আর সেভাবে আজ পুরু'ষতা'ন্ত্রি'ক নয়, বরং মেয়েদের হাতেই চ'লে যাচ্ছে অনেক ক্ষ'মতা। আর এই ক্ষম'তাই প'চ'ন ধ'রা'চ্ছে, ভু'গছেন পুরুষরা। 

তাই দেশের আইনে প্র'কৃ'ত লি'ঙ্গসা'ম্য চাই। পুরুষ অধি'কার প্রতিষ্ঠার জন্য সমাজে গ'ণ আ'ন্দো'লন গড়ে তো'লা দরকার। এমনটাই মনে করেন নারী হয়েও পুরু'ষাধি'কার র'ক্ষার ল'ড়া'ইয়ে প্রথম সা'রির মু'খ নন্দিনী ভট্টাচার্য। তাদের ল'ড়া'ই-সং'গ্রামের কথা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন নন্দিনী।

তিনি বলেন, পুরু'ষতা'ন্ত্রিক সমাজ একটা মি'থ। আমাদের ভু'ল ধা'রণা যে আমরা পুরু'ষতা'ন্ত্রিক সমাজে বাস করি। এক সময় এটা ছিল, খুব বেশিভাবেই ছিল। মেয়েরা তখন অত্য'ন্ত নি'র্যা'তি'তা হতেন, এখনও হন না, একথা আমি বলছি না। তবে এখন আর খুব বেশি পু'রু'ষতা'ন্ত্রিক সমাজ নেই। এই ধা'র'নাটা বহু দিন ধ'রে চলে আসছে। আমাদের বো'ধ হয় এবার এটা ব'দলা'নোর সময় এসেছে। দেখবেন, অনেক বাড়িতে ঠাকুমা অথবা মা কিংবা স্ত্রীর বাড়ির নানা নিয়'ম-কা'নুন, রী'তি-নী'তি ঢু'কে পড়েছে। 

নন্দিনী বলেন, আমি কিন্তু, অর্থনৈ'তিক জায়গা থেকে বলছি না। বরং বলছি, সামাজিক অব'স্থা'নগত দিক থেকে। ল'ক্ষ্য করবেন, ছেলে মেয়ে কোন স্কুলে বা টিউ'শনে পড়বে, মা না শাশুড়ি কাকে বেশি দামি শাড়ি দেওয়া হবে- এসব সি'দ্ধা'ন্ত মো'টামু'টি এখন পরিবারের মহিলারাই নিয়ে থাকেন। আর, পুরুষরা ঠিক করেন ফা'রা'ক্কাকে কত কি'উসে'ক জল দেওয়া হবে বা আ'ন'বি'ক বো'মা ফা'টা'নোর রাষ্ট্রীয় সি'দ্ধা'ন্ত ঠিক না ভু'ল, এগুলি। এর থেকেই বো'ঝা যায়, পরিবার এবং বৃহ'ত্তর পরিবার অর্থাৎ সমাজের দরকারি সি'দ্ধা'ন্তগুলি মহিলারাই নিয়ে থাকেন।

তিনি বলেন, ''আমাদের কাজ দেশের আইনে প্র'কৃ'ত লি'ঙ্গসা'ম্য প্রতি'ষ্ঠার জন্য ল'ড়া'ই। নিরা'পরা'ধ পুরুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা। কিছুদিন আগেই একটি ভি'ডিও ভাই'রাল হয়েছিল। দেখা গিয়েছিল, এক পুরুষ তার স্ত্রীর হাতে বে'ধ'ড়'ক মা'র খাচ্ছেন। সেই পুরুষটি যদি থা'নায় যেতেন, তবুও তিনি অ'ভি'যো'গ জানাতে পারতেন না। কারণ, আমাদের দেশের আইনটি হল- ''প্রো'টে'কশ'ন অব উই'মে'ন ফ্র'ম ডো'মে'স্টি'ক ভা'য়লে'ন্স''। আমরা চাই, গার্হ'স্থ্য হিং'সার এই আইন, লি'ঙ্গ নি'রপে'ক্ষ হো'ক।

নন্দিনী বলেন, পুরুষই শুধু ধ'র্ষ'ণ-যৌ'ন হে'ন'স্থা করে? এ দেশে ১৮ শতাং'শ পুরুষও মহিলাদের হাতে যৌ'ন হে'ন'স্থা-ধ'র্ষ'ণের শি'কার। কিছুদিন আগে পার্লামে'ন্টকে অনুরোধ করা হয়েছিল যাতে ধ'র্ষ'ণের আই'নটাকে লি'ঙ্গ নি'রপে'ক্ষ করা হয়। কিন্তু আমাদের মহান সংসদ তা অ'স্বী'কার করেছে। আমাদের কাছে এমন পুরুষরা আসেন। বহু ক্ষে'ত্রেই সেগুলি পুরুষদের বি'রু'দ্ধে ভু'য়ো ধ'র্ষ'ণ মাম'লা। আসলে ঘ'ট'না অন্য রকম হয়।

পুরুষদের সাধারণত কে ধ'র্ষ'ণ করে থাকে? জবাবে তিনি বলেন, ''পরিবারের মধ্যেই কখনো হয়। তাছাড়া পাড়ার কাকি, ফুফু, দিদিরা করে থাকেন। এ ধ'রণের ঘ'ট'নার একটা বড় অংশের শি'কা'র হয় ব'য়ঃস'ন্ধির ছেলেরা। তারা যখন বাড়িতে এসে মা-বাবাকে বলে, তারা বলেন, ''এসব বলতে নেই। উনি তোমাকে ভালবাসেন।'' মেয়েরা এমন অ'ভি'যো'গ করলে এখন তাও বাবা-মায়েরা গু'রু'ত্ব দিয়ে সে কথা শুনে ব্যব'স্থা নেয়। কিন্তু আজও ছেলেরা এসব বললে কেউ গু'রু'ত্ব দেয় না লো'কল'জ্জার ভ'য়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে