মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ০৮:৪৭:৫৪

ব্রেকিং- ব্যাপক উ'ত্তেজনা, আকাশসীমায় ঢুকে পড়ল চীনের যু'দ্ধবিমান

ব্রেকিং- ব্যাপক উ'ত্তেজনা, আকাশসীমায় ঢুকে পড়ল চীনের যু'দ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক:  তাইওয়ান নিয়ে ক্রমশ উ'ত্তেজনা বাড়ছে আমেরিকা এবং চীনের মধ্যে। তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ ভাবে চীন। যদিও আমেরিকা তা মানতে নারাজ। এই প'রিস্থিতিতে ক্রমশ দুদেশের মধ্যে উ'ত্তেজনা বাড়ছে। যখন উ'ত্তেজনা তুঙ্গে এই প'রিস্থিতিতে আকাশসীমা অতিক্রম করল চীনের দুটি যু'দ্ধবিমান। তাইওয়ান প্রণালী অতিক্রম করে নিজেদের শক্তি-প্রদর্শন করে লালফৌজ।

তাইওয়ানের ক্ষেপণা'স্ত্রে চীনের যু'দ্ধবিমানের এই গতিবিধি ধ'রা পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উ'ত্তেজনা তৈরি হয়েছে। এই মুহূর্তে তাইওয়ানে রয়েছেন মার্কিন স্বাস্থ্য প্রধান আলেক্স আজারে। আর ঠিক সেই সময় চীনের এই শক্তি-প্রদর্শন। যা অনেকটা উস্কানি হিসাবেই দেখা হচ্ছে।

শুধু তাই নয়, মার্কিন স্বাস্থ্য প্রধানের তাইওয়ান সফর যে মোটেই ভালোভাবে বেজিং নিচ্ছে না বোঝাতেই চীনের এই পদক্ষেপ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। যদিও পা'লটা তাইওয়ানকে বিশেষ বন্ধু হিসাবে দেখছে আমেরিকা। চীনকে বার্তা দিতে সে দেশে অ'স্ত্রও বিক্রি করতে চায় আমেরিকা।

এমনই একাধিক বিষয়ে আলোচনা সারতেই তাইওয়ান সফরে মার্কিন স্বাস্থ্য প্রধান আলেক্স আজার। এক প্রস্ত তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও হয়েছে। বিশেষ'জ্ঞরা বলছেন, গত চার দশকে এত বড় মাপের মার্কিন কর্তার তাইওয়ান সফর এটাই প্রথম।

আগে কখনও মার্কিন কেউ তাইওয়ান সফর করেছে কিনা মনে করতে পারছে না কেউই। আজার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের সঙ্গে মজবুত সম্পর্ক চান, তাইওয়ানের পাশে আছেন। সেই বার্তা দিতে আমার এখানে আসা। এটা সত্যিই সম্মানের। এমনকী মা'রণ করোনা ভাইরাস যেভাবে তাইওয়ান সামলাচ্ছে তার ভুয়সী প্রশংসাও করেন ওই মার্কিন কর্তা।

পালটা তাইওয়ানের প্রেসিডেন্টও জানিয়েছেন আজারের সফর অতিমারি বি'রোধী ল'ড়াইয়ে দু-দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে। তাইওয়ান এবং আমেরিকার মধ্যে বন্ধুত্ব মোটেই ভালো চোখে দেখে না চীন। আর এর মধ্যেই মার্কিন স্বাস্থ্য কর্তার তাইওয়ান সফর মোটেই ভালো ভাবে নিচ্ছে না বেজিং।

আর তা বোঝাতেই জে ১১, জে ১০ যু'দ্ধবিমান পাঠায় চীন। যদিও দুটি যু'দ্ধবিমানকে ধরে ফেলে ভূমি থেকে্ আকাশে ছোঁ'ড়া যু'দ্ধবিমান ধ্বং'সকারী ক্ষেপনা'স্ত্রও। এই নিয়ে তৃতীয়বার তাইওয়ানের আকাশসীমায় ঢু'কল চীনা যু'দ্ধবিমান। শেষবার ২০১৬ সালে এমনটা হয়েছিল। এদিন তাইওয়ানের আকাশসীমা ক্রশ করতেই অ্যালা'র্ট জা'রি করে দেওয়া হয়। তাইওয়ানের যু'দ্ধবিমানকে প্রস্তুত করা হয়। দেওয়া হয় হাই-অ্যালার্ট। চীনের এহেন উস্কা'নির পরেই তাইওয়ানের আকাশে উড়তে দেখা যায় একাধিক যু'দ্ধবিমান।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে