মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ০২:১৬:২৫

চারিদিকে ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া, সতর্কতা জা'রি

   চারিদিকে ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া, সতর্কতা জা'রি

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বে এই মুহূর্তে চলছে করোনা আত'ঙ্ক। তার মধ্যে ইন্দোনেশিয়াতে আচমকা জেগে উঠল আ'গ্নেয়গিরি। ওই আগ্নেয়গিরির নাম মাউন্ত সিনাবাং। আর ওই আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে চারিদিকে ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া এবং ছাই। ইতিমধ্যে বিশেষজ্ঞরা কতটা পরিমাণ পরিবেশ দূষণের হার এই মুহূর্তে বোঝার চেষ্টা করছেন।

নিয়ম মত পৃথিবীর বুকে জেগে থাকা আ'গ্নেয়গিরি জেগে ওঠে মাঝে মাঝেই। এর আগেও একাধিক দেশের ঘুমন্ত আ'গ্নেয়গিরি জেগে উঠেছে বহুবার। আর তার ফলে চারদিকে ছড়িয়ে পড়েছে ছাই এবং কালো ধোঁয়া। কিন্তু এই আ'গ্নেয়গিরি এতটাই ভ'য়াল ভাবে জেগে উঠেছে যার ফলে ছাই ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। স্থানীয় এলাকাগুলি ঢেকে গিয়েছে কালো ধোঁয়াতে। অন্তত পাঁচ কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের এই আ'গ্নেয়গিরি ২০১০ সাল থেকেই গ'র্জন করে চলেছে। তবে এই ঘটনার জেরে এখন পর্যন্ত কোন হ'তাহ'তের খবর সামনে আসেনি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে সিনাবাং এলাকা যতটা সম্ভব এই মু'হূর্তে এড়িয়ে চলা উচিত। অন্যথায় বিপদ হতে পারে। ইতিমধ্যে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 এই মুহূর্তে গোটা বিশ্ব করোনা ভাইরাসের বিরু'দ্ধে ল'ড়ে চলেছে। কিন্তু তার মধ্যেই ইন্দোনেশিয়া এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই আর সমস্যার সম্মুখীন। করোনার কারণে সামাজিক দুরত্ব মেনে সব দিক বজায় রাখার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিলেও সকলের সহযোগিতাতে তা করা সম্ভব হয়েছে। ইন্দোনেশিয়াতে এখন একাধিক সক্রিয় আ'গ্নেয়গিরি রয়েছে। আর সেই কারণে এখনও প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে সতর্কতা জা'রি করা হয়েছে।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে