মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ০৬:৩৭:১৫

১০২ দিন পর করোনা ফিরল নিউজিল্যান্ডে, আতঙ্কে কেনাকাটার হিড়িক

১০২ দিন পর করোনা ফিরল নিউজিল্যান্ডে, আতঙ্কে কেনাকাটার হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ১০২ দিন পর নিউজিল্যান্ডে নভেল করোনাভাইরাসে আক্রা'ন্ত রোগী শনা'ক্ত হওয়ার পর দেশটির বৃহত্তম শহর অকল্যান্ড লকডাউন করা হয়েছে। দীর্ঘ তিন মাসের বেশি সময় পর মঙ্গলবার প্রথম স্থানীয় সং'ক্র'মণ শনা'ক্ত হওয়ার খবর গণমাধ্যমে আসার পর দেশটির বাসিন্দারা আ'তঙ্কি'ত হয়ে খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী কিনতে সুপারমার্কেটে হু'মড়ি খেয়ে পড়েছেন।

করোনাভাইরাস মহামা'রি মো'কাবিলায় নিউজিল্যান্ডের সফ'লতা বিশ্বজু'ড়ে ব্যা'পক প্রশংসিত হয়েছে। বিশ্বজু'ড়ে করোনার তা'ণ্ডব চ'ললেও প্রশান্ত মহাসাগরীয় ৫০ লাখ জনগোষ্ঠীর এই দেশটি থেকে সব ধরনের বিধি-নিষেধ তু'লে নেয়া হয়েছিল তিন মাস আগে।

কিন্তু এই সফলতায় আপাতত বিরতি দিয়ে দেশটিতে করোনার প্রথম স্থানীয় সং'ক্র'মণ ধ'রা পড়েছে মঙ্গলবার। দেশটির স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্প বলেছেন, অকল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক পরিবারের চারজন সদস্য করোনায় আক্রা'ন্ত হয়েছেন। তাদের একজনের বয়স ৫০ বছর। নতুন আক্রা'ন্তদের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই।তিনি বলেন, ওই পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা সম্প'ন্ন হয়েছে। এছাড়া তাদের সং'স্প'র্শে আসা অন্যান্যদের শনা'ক্ত করার কাজ চলমান রয়েছে।

এদিকে, দেশটিতে করোনার সং'ক্র'মণ শনা'ক্ত হওয়ার খবর গণমাধ্যমে প্র'কা'শিত হওয়ার পর লোকজনের মাঝে আত'ঙ্ক ছ'ড়িয়ে পড়েছে। আ'তঙ্কি'ত লোকজন খাবার ও নিত্য-প্রয়োজনীয় পণ্য-সামগ্রী কেনার জন্য সুপারমার্কেট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে হু'মড়ি খেয়ে পড়ছেন।

কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, পূর্ব-স'তর্ক'তা হিসেবে বুধবার সকাল থেকে অকল্যান্ডে তৃতীয় ধা'পের বিধি-নিষেধ কার্যকর হবে। এই সত'র্কতার আওতায় দেশটির বাসিন্দারা কর্মক্ষেত্র, স্কুল, জনসমাগম থেকে বিরত থাকবেন। এছাড়া ১০ জনের বেশি একত্রিত হতে পারবেন না।আগামী শুক্রবার পর্যন্ত এই বিধি-নিষেধ কার্য'কর থাকবে জানিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে পরিস্থি'তির যথাযথ মূল্যায়ন, ত'থ্য সংগ্রহ এবং ব্যাপক ক'ন্টা'ক্ট ট্রে'সিং করে ব্যবস্থা নেয়া হবে। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সং'ক্র'মণ ফিরে আসায় সেবিষয়ে এখনও সিদ্ধা'ন্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন জেসিন্ডা।

নিউজিল্যান্ডের এই প্রধানমন্ত্রী বলেছেন, বুধবার থেকে নিউজিল্যান্ডের অন্যান্য অংশে তিনদিনের জন্য দ্বিতীয় মাত্রার সত'র্কতা চালু হবে। এর আওতায় সারা দেশেই পুনরায় সামাজিক দূরত্বের বিধি-নিষেধ কার্য'কর হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে