মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১১:৫৪:০০

সারা দুনিয়ায় প্রথম দিনেই বা'জিমাত রাশিয়ার করোনা ভ্যাকসিনের!

সারা দুনিয়ায় প্রথম দিনেই বা'জিমাত রাশিয়ার করোনা ভ্যাকসিনের!

আন্তর্জাতিক ডেস্ক: সারা দুনিয়ায় প্রথম দিনেই বা'জিমা'ত রাশিয়ার ভ্যাকসিনের! বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিনের চূ'ড়া'ন্ত অ'নুমো'দন দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ভ্যাকসিনটি প্রথম ডো'জ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যা। টি'কার সফলতার কথা শুনে বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে রাশিয়া থেকে টি'কা নিতে ই'চ্ছু'ক হয়েছে। যার দরুন ২০ টি দেশ থেকে ১০০ কোটি ডো'জ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে রাশিয়া।

রাশিয়ার ডাইরেক্ট ই'নভে'সমে'ন্ট ফা'ন্ডের (আরডিআইএফ) প্রধান ক্যারিল দিমিত্রিভ একটি অন'লাইন সংবাদ সম্মেলনে বলেছেন, গামা'লিয়া গবেষণা ই'নস্টি'টিউট অব এ'পিডে'মিও'ল'জি অ্যান্ড মা'ইক্রো'বায়ো'ল'জি কর্তৃক উৎপাদিত করোনা ভ্যাকসিনের জন্য রাশিয়া ২০টি দেশ থেকে এক বিলিয়ন ভ্যাকসিন ডো'জ অ'র্ডারের অনুরোধ পেয়েছে।

তিনি আরও বলেন, 'গামালিয়া গবেষণা ই'ন্সটিটিউট ক'র্তৃক উৎপাদিত রাশিয়ান ভ্যাকসিনের জন্য আমরা বিদেশে থেকে প্রচুর পরিমাণে আগ্রহ পেয়েছি। এরই মধ্যে আমরা ২০টি দেশ থেকে এক বিলিয়নের বেশি ভ্যাকসিনের ডো'জ কেনার প্রাথমিক অনুরোধ পেয়েছি। আমরা এমন পাঁচটি দেশের সাথে অংশীদারত্ব বিষয় নিয়ে কথা বলছি যারা ৫০০ মিলিয়নের বেশি ভ্যাকসিনের ডো'জ উৎপাদন নি'শ্চি'ত করতে পারবে। সেই সাথে আমরা আরও পরিক'ল্পনা করছি যে কিভাবে আমাদের উৎপাদন ক্ষমতা আরো বেশি বাড়ানো যায়।

দিমিত্রিভের মতে, আজ পর্যন্ত লাতিন আমেরিকার কিছু দেশ, মধ্য প্রাচ্য এবং এশিয়ার বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তারমধ্যে বেশ কয়েকটি চু'ক্তি চূ'ড়া'ন্তও হয়েছে।তিনি স'ম্মে'লনে বলেন, বিশ্বের সব দেশের জনগণ যেন করোনা ভাইরাস ভ্যাকসিনের সমান অধিকার পায় সে জন্য আরডিআইএফ এবং অংশীদাররা বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের জন্য একটি মা'নবি'ক স'হায়'তা ক'র্মসূ'চি নিয়ে কাজ করছে।

সম্মেলনে তিনি আরও বলেন, 'করোনাভাইরাস সং'ক্র'মণের বি'রু'দ্ধে ল'ড়া'ই করার জন্য জনগণকে টি'কা দেওয়া ক্ষেত্রে সবচেয়ে তী'ব্র সম'স্যায় পড়বে প্রধানত দরিদ্রতম দেশগুলো সেটা আমরা বুঝতে পেরেছি যার জন্য আরডিআইএফ এবং অংশীদাররা মি'লে বেশ কয়েকটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য একটি মা'নবি'ক স'হায়'তা ক'র্মসূ'চি নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে বিশ্বে প্রত্যেকটা মানুষের ভ্যাকসিন পাওয়ার সমান অধি'কার আছে। আর্থিক পরিস্থি'তি, ধর্ম, বাস'স্থান এবং অন্যান্য কারণে যাতে বৈ'ষ'ম্য সৃ'ষ্টি না হয় সে বিষয়টা নি'শ্চি'ত করতে হবে।'সূত্র : তাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে