আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের খাঁ'ড়া এখনও মাথার ওপর ঝু'লছে, এরই মধ্যে ভ'য়াবহ বন্যার কবলে পড়েছে লাল চিন। গৃহহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সর্বত্রই যেন ধ্বং'সের ছবি। এই ভ'য়াবহ বন্যার জেরে চীনে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে ব্যাপক মাত্রায় ফসলের ক্ষতি চিনের সাধারণ জনগণের জীবনকে প্রভাবিত করবে বলে আশ'ঙ্কা প্রকাশ করেছেন বিশেষ'জ্ঞরা।
এবারে বন্যা চীনের আগের যাবতীয় রেক'র্ড ভে'ঙে দিয়েছে। এবছর মে থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ইয়াংসে প্রায় ৪০০ টি ছোট-বড় নদী জলে উপচে পড়েছে বলে জানা গিয়েছে। জুন মাস আসতে না আসতেই একাধিক এলাকায় শুরু হয় বন্যা। অন্যদিকে এই বন্যার মধ্যেও ভারী বৃষ্টি এখনও বন্ধ হয়নি, ফলে প'রিস্থিতি ঘো'রালো হয়ে উঠতে পারে।
আপাতত পাওয়া তথ্য জানাচ্ছে প্রায় ৬ কোটি মানুষ এই বন্যার কবলে পড়েছে। কমপক্ষে দেড় কোটি একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে ফসলের ক্ষতি শুধু এটুকু হয়নি, একদিকে যেমন বিস্তর ফসল নষ্ট হয়েছে, তেমনি, অগস্ট মাসে জমি জলার তলায় থাকায় নতুন করে চাষও সম্ভব হচ্ছে না, ফলে পরের মৌসুমেও পর্যাপ্ত শস্য মিলবে না বল্কে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
চীনের তৎকালীন বিপ'র্যয় মো'কাবিলা মন্ত্রকের মতে, এই বন্যায় বেশ কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিশ্বের অন্য দেশের মতো করোনা ভাইরাসের কারণে চীনের অর্থনীতিরও বেশ কিছুটা ক্ষতি হয়েছে। এমতাবস্থায় বিশাল পরিমাণে ফসলের ক্ষতি ম'রার ওপর খাঁ'ড়ার ঘা-এর মতো প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে চীনের জন্য বিপ'দ রয়েছে আরও। চীন মূলত আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানের মতো দেশ থেকে সর্বাধিক শস্য কেনে। এই দেশগুলির সঙ্গে গত কয়েক মাস ধরে চীনের উ'ত্তেজনা বেড়েছে। সেক্ষেত্রে আশ'ঙ্কা দেখা দিয়েছে, আমেরিকা হয়তো চিনকে শস্য রফতানি হ্রাস করতে পারে অথবা শুল্ক বাড়িয়ে দিতে পারে।-কলকাতা২৪×৭