বুধবার, ১২ আগস্ট, ২০২০, ০৪:৩৩:৩৭

হিং'সার আগুনে পুড়ছে শহর, সারারাত মন্দির আগলে রাখলেন মুসলিম যুবকরাই

হিং'সার আগুনে পুড়ছে শহর, সারারাত মন্দির আগলে রাখলেন মুসলিম যুবকরাই

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাইপোর আপ'ত্তিকর পোস্টের জে'রে র'ণক্ষে'ত্রের চেহারা নিয়েছে বেঙ্গালুরুর কাভাল বীরসান্দ্রা এলাকা। মঙ্গলবার পথে নেমে প্রতিবা'দ, পাথর ছোঁড়া, জায়গায় জায়গায় আ'গুন জ্বালানো সবেরই সা'ক্ষী থাকল ব্যঙ্গালোর। একদিকে যখন এই উন্ম'ত্ততার ছবি, তখনই আসল ভারতের মুখটা তুলে ধ'রলেন ব্যঙ্গালোর নিবাসী কয়েকজন যুবক। 

রোষের আ'গুন থেকে ম'ন্দির বাঁচাতে মানববন্ধন করে রাতপাহাড়া দিলেন যারা, তারা প্রায় সকলেই ইসলাম ধর্মাবলম্বী। এদিন দুপুরে একটি ভিডিও শেয়ার করে সংবাদসংস্থা এএনআই। ভিডিওটিতে দেখা যায় ডিজে হাল্লি পুলিশ স্টেশন চত্বরে জড়ো হয়েছেন বহু মুসলিম যুবক। দূরে আ'গুন জানান দিচ্ছে হিং'সা আ'ছড়ে পড়তে পারে যখন তখন। পরি'স্থিতি সামাল দিতে তখন জোট বাঁধছেন ওই জনা চল্লিশেক যুবক। উ'ন্ম'ত্ত জনতা যাতে মন্দির চত্বরে না পৌঁছতে পারে তা নি'শ্চিত করতে হাতে হাত রেখে বিরাট মানববন্ধন গড়তেও দেখা যায় তাদের।

ঘ'টনার সূ'ত্রপা'ত মঙ্গলবার রাতে। শ্রীনিবাস মূর্তির ভাইপোর ওই পোস্ট আ'গুনগতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবাদীরা ভিড় জমান বিধায়কের বাড়ির দিকেই। চলে গাড়িতে আ'গুন ধ'রানো, ভা'ঙচুর। বেশ কয়েকজন নি'রাপ'ত্তার'ক্ষীকেও মা'রধ'র করা হয়। পরি'স্থিতি সা'মাল দিতে গিয়ে আহ'ত হয়েছেন অন্তত ৬০ পুলিশকর্মী। পুলিশের গু'লিতে মৃত্যু হয়েছে তিন প্র'তিবা'দীর। এখনও পর্যন্ত মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে শ্রীনিবাস মূর্তির ভাইপোও রয়েছেন। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে