শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ০২:৩১:৫৮

সেকেন্ডেই করোনার রিপোর্ট মেলে এই হাসপাতালে

সেকেন্ডেই করোনার রিপোর্ট মেলে এই হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের একটি হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার রি'পোর্ট পেতে কোনো দীর্ঘসূ'ত্রিতা হচ্ছে না। বরং কেউ করোনাভাইরাসে আক্রা'ন্ত কি-না তা জানা যাচ্ছে মুহূর্তেই।শেবা মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালটি করোনা টেস্টের এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছে, যাতে রিপোর্ট পাওয়া যায় এক সেকেন্ডের কম সময়ের মধ্যে! খবর মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্সের প্রতিবে'দনে উল্লেখ করা হয়েছে, এক সেকেন্ডের কম সময়ে করোনা ফল দেওয়া এই পদ্ধতি বেশ সহজ। প্রথমে সন্দে'হভাজন রোগীর মুখে স্যালাইন পানি ঢে'লে দেওয়া হয়। এরপর সেই পানি রাখা হয় বোতলে। আলোক র'শ্মির একটি ডিভাইস দিয়ে ন'মুনা বিশ্লে'ষণ করা হয়। এরপর এলগা'রিদমের মাধ্যমে মুহূর্তেই জানিয়ে দেওয়া হয়, কেউ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রা'ন্ত কি-না।

এ বিষয়ে শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, প্রাথমিকভাবে এই নিয়মে কয়েকশ জনের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। নতুন এই প্রযুক্তিতে টেস্টের ফলাফলে যথার্থতার হার ৯৫ শতাংশ পাওয়া গেছে বলে জানিয়েছেন হাসপাতালটির মুখপাত্র এলি শাওয়ার্টস।

উল্লেখ্য, করোনাভাইরাস শনা'ক্তের এই পরীক্ষা এখনো দেশটির সরকার অ'নুমোদন দেয়নি। বিষয়টি এখনো প্রক্রি'য়াধীন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে