শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ০৮:২৪:০১

ইরানের সঙ্গে ফের নতুন সং'ঘা'তের ই'ঙ্গি'ত যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে ফের নতুন সং'ঘা'তের ই'ঙ্গি'ত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : করোনার তা'ণ্ড'বের মধ্যেই ইরানের সঙ্গে ফের সং'ঘা'তের পথে হাঁটলো যুক্তরাষ্ট্র। নিষে'ধা'জ্ঞা অমা'ন্য করে জ্বালানি পাঠানোর জে'রে ইরানের চারটি জাহাজ বাজে'য়া'প্ত করল ডোনাল্ড ট্রাম্পের প্রশা'সন। এই ঘ'টনার কথা প্রকা'শ্যে আসার পরেই নতুন সং'ঘা'তের সূ'ত্রপা'ত হল বলে আশ'ঙ্কা করছেন বিশেষ'জ্ঞরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভেনেজুয়েলা ও ইরানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের বি'বা'দ। কয়েকমাস আগে ইরান চারটি গ্যাসোলিনভর্তি জাহাজ ভেনেজুয়েলা পাঠানোর চেষ্টা করছে বলে খবর পায় ওয়াশিংটন। এরপরই ইরানের উপর চা'প বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা শুরু হয়। গত মাসে ওই চারটি জাহাজ বাজে'য়া'প্ত করার জন্য মামলা দায়ের করেন মার্কিন সরকারের আইনজীবীরা। মূল উদ্দেশ্য ছিল, ইরান-এর তেলজাত পণ্য বিক্রি ব'ন্ধ করে তাদের অর্থনীতিতে আ'ঘা'ত হা'না। পাশাপাশি আরেক শ'ত্রু ভেনেজুয়েলাকে শিক্ষা দেওয়া।

বৃহস্পতিবার ট্রাম্প প্রশা'সনের কমকর্তাদের সূ'ত্রে জানা যায়, ভেনেজুয়েলা যাওয়ার পথে ইরানের চারটি জাহাজ বাজে'য়াপ্ত করা হয়েছে। মার্কিন সেনার সাহায্য না নিয়েই লুনা, পান্ডি, বারিং ও বেলা নামে ওই চারটি জাহাজকে সমুদ্রপথেই বাজে'য়াপ্ত করা হয়েছে। বর্তমানে সেগুলিকে হিউস্টন বন্দরে নিয়ে আসা হচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে