শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১০:৪৫:৫৬

অসু'স্থ শরীরে ২৪ ঘণ্টা ধরে রাস্তায় পড়ে কা'তরাচ্ছিলেন ৭০ বছরের রিকশাচালক, বুকে টেনে নিলেনএক তরুণ

অসু'স্থ শরীরে ২৪ ঘণ্টা ধরে রাস্তায় পড়ে কা'তরাচ্ছিলেন ৭০ বছরের রিকশাচালক, বুকে টেনে নিলেনএক তরুণ

আন্তর্জাতিক ডেস্ক: ৭০ বছরের অসু'স্থ এক রিকশাচালক ২৪ ঘণ্টা পরে ছিলেন রাস্তার পাশে। করোনা স'ন্দেহে কেউ কাছে না যায়নি। পানি খাওয়ার শ'ক্তিও তার ছিল না। অসুস্থ শরীরে কাতরাচ্ছিলেন। রাস্তার পাশেই রাখা ছিল তার রিকশাটি।  কেউ সাহায্য না করলেও এক তরুণ বুকে টেনে নিয়ে সেবা করলেন তার। ভর্তি করালেন হাসপাতালে।

আশপাশের প্রতিবেশীরা অনুমান করেছিল, ওই রিকশাচালক করোনা আক্রা'ন্ত হয়েছেন। তাই কেউ তার কাছে যেতে রাজি হননি। দীর্ঘক্ষণ রাস্তায় এভাবে পড়ে থাকার পর অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দেন  সুমন মজুমদার নামের এক যুবক। সেবা দিয়ে তাকে বুকে তুলে নেন তিনি।  

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, সুমন মজুমদার ভারতীয় সেনাবাহিনীর কলকাতা সদর দফতরে কেরানির পদে কর্মরত। গর্ভবতী স্ত্রীকে নিয়ে অটোগাড়িতে করে ডাক্তারের কাছে যাওয়ার পথে বৃদ্ধ রিকশাচালককে দেখতে পান। রাস্তার পাশে বৃদ্ধকে এভাবে দেখে স্ত্রীকে অটোতে বসিয়ে রেখে রিকশাচালককে সাহায্য করতে এগিয়ে যান তিনি।

সুমন যখন কাছে যাচ্ছিলেন তখন দেখেন রাস্তায় পড়ে পানি খাওয়ার জন্য কাতরাচ্ছেন অসু'স্থ বৃদ্ধ। করোনা সন্দেহে পথ চলতি মানুষ সাহায্য না করলেও সুমন অসু'স্থ স্ত্রীকে রাস্তার পাশে দাঁড় করিয়ে নিজের কোলে তুলে নিয়ে অসুস্থ রিকশাচালককে পানি খাইয়ে কিছুটা সুস্থ করে তোলেন। পরে তাকে নেওয়া হয় হাসপাতালে।

স্থানীয় পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এরপর কোলকাতার উত্তর বারাকপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় বৃদ্ধকে। আর এই পুরো সময়টা জুড়ে রিকশাচালক বৃদ্ধকে নিজের কোলে করে রেখেছিলেন সুমন।  সুমন বলেন, ‘এভাবে মৃ'ত্যুপথযাত্রী অসু'স্থ ব্যাক্তিকে রাস্তায় ফে'লে চলে যাওয়াটা অন্যায়। স্ত্রী অসু'স্থ হলেও বৃদ্ধকে আগে হাসপাতাল পা'ঠানোর দরকার ছিল। করোনার ভ'য়ে কে সাহায্য করলো আর কে সাহায্য করলো না, তা ভেবে লাভ কি? আমি যতটা পারলাম চেষ্টা করেছি। আশা করছি উনি সু'স্থ হয়ে উঠবেন’। এদিকে তার এমন মহৎ উদ্যোগ ও পরার্থপরতায় সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে