শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ০৭:৩২:৩৮

গুগল ম্যাপে ধ'রা পড়ল স্ত্রীর পরকীয়া, বিচ্ছে'দই হয়ে গেল!

গুগল ম্যাপে ধ'রা পড়ল স্ত্রীর পরকীয়া, বিচ্ছে'দই হয়ে গেল!

আন্তর্জাতিক ডেস্ক : ভিড় এ'ড়িয়ে ফাঁকা রাস্তা খুঁ'জে বের করতে কিংবা অচে'না পথ চিনে নিতে গুগল ম্যাপের গুরুত্ব অন'স্বী'কার্য। কিন্তু এই ম্যাপের কারণেই চূড়া'ন্ত বি'পা'কে পড়তে হলো এক নারীকে। এই অ্যাপের চ'ক্করে বিবাহ বি'চ্ছে'দই হয়ে গেল তাঁর!

এক্সপ্রেস ইউকের খবরে বলা হয়েছে, গুগল ম্যাপ স্ট্রিট ভিউ নেভিগেশন অ্যাপ ব্যবহার করেই এক ব্যক্তি নিজের স্ত্রীকে পরকীয়া করার সময় হা'তে-না'তে ধ'রতে সক্ষ'ম হয়েছেন।

ঘ'ট'নাটি পেরুর রাজধানী লিমার। সম্প্রতি এক ব্যক্তি গুগল ম্যাপে সা'র্চ করছিলেন কীভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ম্যাপে তার সামনে ভে'সে ওঠে বেশ কয়েকটি রাস্তা। শুধু তো রুট নয়, এই ম্যাপে সেসব পথঘাটের নানা ছবিও দেখে নেয়া যায়। রাস্তা খুঁ'জতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আ'টকে যায় ওই ব্যক্তির।ছবিতে এক ব্যক্তিকে নীল জিনস এবং সাদা টি-শার্ট পরে রাস্তার ধা'রে একটি বেঞ্চে শু'য়ে থাকতে দেখা যাচ্ছে। তবে সে একা নয়। সাদা-কালো পোশাক পরা এক নারীর কোলে মাথা রেখে শুয়ে আছে সে।

ছবিটি দেখেই ওই ব্যক্তি চিনে ফে'লেন ছবির নারীকে। জুম ইন করে দেখেন সেই নারী আর কেউ নন, তারই স্ত্রী। এভাবে গুগল ম্যাপে স্ত্রীর পর'কী'য়ার কথা জানতে পেরেই বি'চ্ছে'দের সিদ্ধা'ন্ত নিয়ে ফে'লেন তিনি।

এভাবেই সংসার ভা'ঙার জন্য দায়ী হয়ে রইল গুগল ম্যাপ। বি'চ্ছে'দের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি।সূত্র : এক্সপ্রেস ইউকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে