রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ১০:০৯:২৮

মা'রা গেলেন ট্রাম্পের ছোট ভাই

মা'রা গেলেন ট্রাম্পের ছোট ভাই

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) মা'রা গেছেন। স্থানীয় সময় শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইয়ের মৃ'ত্যুর খবর ঘোষণা করেন। এর আগে ছোট ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি জানান, তার ছোট ভাই খারাপ খুব সময় পার করছেন। রবার্ট ট্রাম্প নিউইয়র্কের নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার রাতে এক ঘোষণায় ট্রাম্প বলেন, অত্যন্ত ভারাক্রা'ন্ত মনে এটা জানাচ্ছি যে, চমৎকার একজন মানুষ, আমার ভাই রবার্ট আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ট্রাম্প বলেন, সে শুধু আমার ভাই ছিল না, বরং সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। তাকে সব সময় স্মরণ করা হবে। আমাদের আবার দেখা হবে। তার স্মৃতি সারাজীবন আমার হৃদয়ে থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইকে উদ্দেশ করে বলেন, রবার্ট আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে থেকো।

প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে দু'বছরের ছোট ছিলেন রবার্ট ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমার একজন চমৎকার ভাই ছিল। প্রথমদিন থেকেই আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। এর আগে মার্কিন গণমাধ্যমে বলা হয় যে, রবার্ট ট্রাম্প (৭২) গু'রুতর অসু'স্থ। তবে তিনি কি ধরনের অসু'স্থতায় ভু'গছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও জানাননি যে, রবার্ট কতদিন ধ'রে হাসপাতালে ভর্তি বা তিনি কি ধরনের অ'সুস্থতায় ভু'গছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে