রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ১১:২৩:১৩

ভারত পাঁচটা রাফাল নিয়ে আসুক বা ৫০০টা, পাকিস্তান সবসময় তাদের জন্য প্রস্তুত: পাকিস্তান

ভারত পাঁচটা রাফাল নিয়ে আসুক বা ৫০০টা, পাকিস্তান সবসময় তাদের জন্য প্রস্তুত: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স থেকে ৫টা রাফাল যু'দ্ধবিমান ভারতে আসার পরই চিন্তা বেড়েছে পাকিস্তানের। যদিও সেটি কোনওভাবে প্রকাশ করতে চাইছে না তারা। উ'ল্টে বীরত্ব দেখানোর চেষ্টা করতে সেই পথেই হাঁটল পাকিস্তান সেনার মিডিয়া উইংয়ের প্রধান মেজর জেনারেল বাবর ইফতেকার। ভারতের অ'স্ত্রভা'ণ্ডারে রাফাল অন্তর্ভুক্ত হওয়ায় তারা যে ভ'য় পাচ্ছে না তা বোঝানোর চেষ্টা করল।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল বাবর ইফতেকার বলেন, যেভাবে ফ্রান্স থেকে পাঁচটি রাফাল নিয়ে আসা হল তাতে ভারত যে নিরাপত্তাহীনতায় ভুগছে তা পরিষ্কার হয়ে গিয়েছে। আতঙ্কি'ত হওয়ার জে'রে তারা নিজেদের দেশের প্রতিরক্ষা খাতের খরচও অনেক বাড়িয়েছে। তবে ভারত পাঁচটা রাফাল নিয়ে আসুক বা ৫০০টা, পাকিস্তান সবসময় তাদের জন্য প্রস্তুত রয়েছে। ভারতের কাছে রাফাল থাকায় আমরা কোনওভাবেই ভী'ত নই। 

এরপরই তিনি কটা'ক্ষ করে বলেন, যে কোনও প'রি'স্থিতি'র মো'কাবিলা করার ক্ষমতা রয়েছে পাকিস্তানি সেনার। তাই ভারতের এই পদক্ষেপে আমরা চিন্তিত নই। বরং লাদাখে চীনের সঙ্গে সংঘ'র্ষের পর ভারতই নিরাপত্তাহীনতায় ভু'গছে। লাদাখে তারা যত সেনা মোতায়েন করেছে, তাতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রতিরক্ষা খাতে তাদেরই খরচ হচ্ছে। আমরা সেই ভুল করব না। আমাদের কাছে যা অ'স্ত্র রয়েছে, তাতে এভাবে খরচ করার কোনও দরকারই নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে