আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বি'রু'দ্ধে সুর নরম করল নেপাল। গতকাল শনিবার ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পরে আজ রবিবার দু'দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতে নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য্য।
ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক প্রসঙ্গে নীলাম্বর আচার্য্য বলেন, দু'দেশের সম্পর্ক ঘ'নি'ষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। তাই যে কোনও সময়ে বসে দ্বিপাক্ষিক আলোচনায় সব সম'স্যার সমাধান করে যেতে পারে। ভারতের আ'প'ত্তি উপেক্ষা করেই উত্তরাখণ্ডের তিন এলাকা সেদেশের ম্যাপে স্থান দিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নতুন ওই ম্যাপ জাতিসংঘেও পাঠানোর তো'ড়জো'ড় করছেন তিনি। পাশাপাশি গত কয়েক মাসে একাধিকবার নেপাল-বিহার সীমান্তে ভারতীয়দের ওপরে গু'লি চালিয়েছে নেপালের বর্ডার পুলিশ।
এখানেই থেমে থাকেননি ওলি। দেশের মানুষের ভাবাবেগে হাওয়া দিতে প্রধানমন্ত্রী ওলি দাবি করেছেন, রাম আসলে নেপালের মানুষ। অযোধ্যা নেপালে। সব মিলিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খা'রাপ করা নিয়ে দেশে চা'পে থাকলেও এনিয়ে একটি কথাও মুখ খুলেননি ওলি। এতদিনে ট্র্যাক টু ডিপ্লোমেসি শুরু করেছে কাঠামান্ডু।
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য প্রসঙ্গে আচার্য্য বলেন, দুদেশের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্ক ও সহযোগিতার ওপরে জো'র দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের স্বাধীনতার ল'ড়া'ই দুনিয়ার বহু দেশকে অনুপ্রেরণা জুগিয়েছে। সংস্কৃতি, সামাজিকতা-সহ একাধিক বিষয়ে দুদেশের মধ্যে মিল রয়েছে। আমাদের ল'ক্ষ্যও একই। সূত্র : জি নিউজ