আন্তর্জাতিক ডেস্ক : আগের থেকে অনেকটাই ভালো আছেন প্রণব মুখার্জী। চিকিৎসায় সা'ড়াও দিচ্ছেন। এমনটাই জানালেন ভারতের সাবেক রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখার্জী। গত ১০ অগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসা'র্চ অ্যান্ড রে'ফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধ'রা পড়ে, প্রণববাবুর ম'স্তি'ষ্কে র'ক্ত জ'মায় বেঁ'ধে আছে। পাশাপাশি তার করোনা রিপো'র্টও পজি'টিভ আসে।
রবিবার সকালে একটি টুইটবা'র্তায় অভিজিৎ বলেন, ''গতকাল (শনিবার) আমার বাবার কাছে হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদ এবং আপনাদের শুভ কামনায় আগের কয়েকদিনের তু'লনায় উনি অনেকটাই ভালো আছেন। ওঁনার সব গুরু'ত্বপূর্ণ (শারীরিক) মাপ'কাঠি স্থি'তিশী'ল আছে এবং চিকিৎসায় সা'ড়া দিচ্ছেন। আমাদের দৃ'ঢ় বিশ্বাস, উনি খুব শী'ঘ্রই আমাদের মধ্যে ফি'রে আসবেন।''
গত ১০ আগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসা'র্চ অ্যান্ড রেফা'রেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধ'রা পড়ে, প্রণববাবুর ম'স্তি'ষ্কে র'ক্ত জ'মায় বেঁ'ধে আছে। পাশাপাশি তার করোনা পজি'টিভ আসে। সেদিনই জ'রু'রি ভি'ত্তিতে অ'স্ত্রো'প'চার করা হয়েছিল। অ'স্ত্রো'পচা'রের পর থেকে তার অব'স্থা সং'ক'টজনক ছিল। এরইমধ্যে গত বৃহস্পতিবার প্রণব মুখার্জীর মৃ'ত্যুর ভু'য়ো খবর ছ'ড়িয়ে পড়ে। তা নিয়ে প্রণব মুখার্জীর পরিবারের ত'র'ফে ব্যা'পক ক্ষো'ভ প্র'কা'শ করা হয়। তারপর অবশ্য প্রণববাবুর শারীরিক অব'স্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ।