সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ১০:৩৭:৪২

ভারতে সংসদে অ'গ্নিকা'ণ্ড

ভারতে সংসদে অ'গ্নিকা'ণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সাত সকালে আ'গুন লাগল সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আ'গুন নিয়ন্ত্রণে আনা হয়।জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লির (Delhi) দমকলের দপ্তরে ফোন আসে। জানানো হয়, সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ের ছয় তলায় আ'গুন লেগেছে। খবর পেয়েই ত'ড়িঘ'ড়ি সেখানে ছুটে যান দমকল কর্মীরা। প্রথমে শোনা গিয়েছিল, দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। পরে জানা যায় সাতটি ইঞ্জিন গিয়ে আ'গুন নে'ভানোর চেষ্টা করেছে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আ'গুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দিল্লির ফায়ার সার্ভিসেসের ডিরেক্টর অতুল গর্গ।

কেমন করে এই আ'গুন লাগল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে প্রাথমিক তদ'ন্তের পর দমকল ও দিল্লি পুলিশের অনুমান, শর্ট-সার্কিটের জন্যই এই আ'গুন লাগে। ঘটনায় হ'তাহ'তের কোনও খবর এখনও পর্যন্ত নেই। জানা গিয়েছে, করোনার আবহে এমনিতেই সংসদের অ্যানেক্স ভবনে কর্মীদের যাতায়াত কম। অ'গ্নিকা'ণ্ড সকালে হওয়ায় অফিসের কর্মীরাও কেউ ছিলেন না। নিরাপত্তার জন্য যাঁ'রা ছিলেন, তাঁরা ধোঁ'য়া বের হতে দেখেই নিরাপদ দূরত্বে সরে যান।-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে