সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ১২:০১:২২

ইরানের ওপর নিষে'ধা'জ্ঞা পুনর্বহালের ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: ইউরোপীয় ইউনিয়ন

ইরানের ওপর নিষে'ধা'জ্ঞা পুনর্বহালের ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বলছে, আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে এক'ত'রফাভাবে বে'র হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র এখন আর ইরানের ওপর নিষে'ধা'জ্ঞা পুনর্বহালের যোগ্য নয়।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল আরও জানান, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের ওই চুক্তি থেকে নিজেদের প্র'ত্যাহার করে নেয়ায় যুক্তরাষ্ট্র আর এর অংশ নয়।

বোরেলের পক্ষে তার মুখপাত্র বলেছেন, ২০১৮ সালের মাসে জেসিপিওএ থেকে একত'রফাভাবে সরে যায় যুক্তরাষ্ট্র এবং এরপর থেকে জেসিপিওএ’র আর কোনও কার্যক্রমে অংশগ্রহণ করেনি তারা। সুতরাং যুক্তরাষ্ট্রকে আর জেসিপিওএ’র অংশ বলে ধ'রা যায় না। তিনি বলেন, আমরা মনে করি, যুক্তরাষ্ট্র জেসিপিওএ’র অংশগ্রহণকারীদের জন্য সংরক্ষিত প্রক্রিয়া অবলম্বন করার মতো অবস্থানে নেই।

২০১৫ সালে বিশ্বের শক্তিধ'র দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে একটি চু'ক্তি হয়েছিল। এ চু'ক্তির আওতায় ইরানকে পারমাণবিক অ'স্ত্র তৈরি থেকে বির'ত থাকা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেয়ার অনুমতি দেয়া হয়। শর্তসাপেক্ষে ইরানের ওপর নিষে'ধা'জ্ঞা প্র'ত্যাহারের বিষয়ে সম্মতি জানিয়েছিল জাতিসংঘও। ওই চুক্তি অনুসারে একটি অস্ত্র নিষে'ধা'জ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবরে।

ট্রাম্প প্রশাসন চায় ইরানের ওপর এ অ'স্ত্র নি'ষেধা'জ্ঞার মেয়াদ বাড়াতে। তবে চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে তারা। জাতিসংঘে প্রস্তাব প্র'ত্যাখ্যা'ত হওয়ার পরও শনিবার সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু ইস্যুতে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। কী ব্যবস্থা নেয়া হচ্ছে তা আগামী সপ্তাহেই দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে