আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েল-সংযু'ক্ত আরব আমিরাত শান্তিচু'ক্তি নিয়ে ক্ষো'ভে ফুঁ'সছে ইরান। তেহরানের অ'ভিযো'গ, ইহুদি দেশটির সঙ্গে শান্তি স্থা'পন করে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বা'সঘা'তক'তা করেছে আরব আমিরাত। এর জন্য দেশটিকে হা'ম'লার মু'খে পড়তে হতে পারে।
রবিবার ইরানের সরকার নিয়'ন্ত্রিত পত্রিকা 'কেহান'-এ প্রকা'শিত এক প্রতিবে'দনে হা'মলার হু'মকি দিয়ে সাফ বলা হয়েছে, ''ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘা'তক'তা করার ফলে এই ছোট্ট অথচ বিত্ত'বান দেশটি বৈ'ধ কারণেই ইরানের হা'ম'লার নি'শা'নায় রয়েছে।'' উল্লেখ্য, এই সংবাদপত্রটির সম্পাদক পদে যিনি রয়েছেন তাকে নিযু'ক্ত করেছেন খো'দ ইরানের সুপ্রিম লি'ডার আয়াতোল্লাহ আলি খামেনেই।
ফলে সেখানে প্রকা'শিত প্রতিবেদনের হু'মকি যে খামেনেইর মুখের কথা তা বলাই বাহুল্য। মার্কিন পৌরহিত্যে তেল আবিব ও আবু ধাবির মধ্যে শা'ন্তি স্থা'পন হওয়া নিয়ে সু'র চড়িয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানিও। এদিকে, ইরান ফাকা হু'মকি দিচ্ছে না বলেই মনে করছেন প্রতির'ক্ষা বিশ্লে'ষকরা। মার্কিন বিশেষ'জ্ঞ থিওডর কারাসিক জানিয়েছেন, তেহরানের হু'ম'কিকে অত্যন্ত গু'রুত্ব সহকারে দেখার প্রয়োজন রয়েছে। ভু'লে গেলে চলবে না যে ইরানের মিসা'ইলগু'লি মাত্র ৮ মিনিটেই আমিরাতের বুকে আ'ছড়ে পড়তে পারে।
উল্লেখ্য, সম্প্রতি আরব দুনিয়ায় পরিবর্তনের ই'ঙ্গিত দিয়ে মার্কিন পৌরহিত্যে ঐতিহাসিক শান্তিচু'ক্তি স্বাক্ষর করল ইজরায়েল ও সংযু'ক্ত আরব আমিরাত। আর একযোগে ইরানকে ঠে'কাতেই এই প'দক্ষে'প। এটি ইজরায়েলের সঙ্গে তৃতীয় কোনও আরব রাষ্ট্রের শা'ন্তি চু'ক্তি। এর আগে মিশর ১৯৭৯ সালে এবং জর্ডন ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শা'ন্তি চু'ক্তি করে। নয়া চু'ক্তি মো'তাবেক, ইজরায়েলকে একটি সা'র্বভৌ'ম রাষ্ট্র হিসেবে স্বী'কৃ'তি দেবে সংযুক্ত আরব আমিরাত।
প্রতি'দানে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্ক এলাকা অ'ধিগ্র'হণ করার পরিক'ল্পনা বা'তিল করবে ইহুদি দেশটি। উল্লেখ্য, কয়েক দশকের সং'ঘা'তে ইতি টেনে মিশর ও জর্ডনের পর আরব দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে ইজরায়েলকে স্বী'কৃ'তি দিল সংযু'ক্ত আরব আমিরাত। এর ফলে এবার থেকে তেল আবিবের সঙ্গে আন্তর্জাতিক আ'ইন মেনে কূ'টনৈ'তিক, বাণি'জ্যিক সম্পর্ক স্থা'পন করতে পারবে আবু ধাবি। সূত্র : সংবাদ প্রতিদিন