সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ১১:২১:৪৫

তিন ভারতীয় সেনা নিহ'ত, গো'টা অঞ্চল ঘি'রে ফে'লা হয়েছে

তিন ভারতীয় সেনা নিহ'ত, গো'টা অঞ্চল ঘি'রে ফে'লা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নি'য়ন্ত্রি'ত কা'শ্মিরে গত এক সপ্তাহে তিনবার পুলিশ এবং সিআরপিএফের উ'প'র আ'ক্র'মণ চা'লা'লো বি'চ্ছিন্ন'তাবা'দীরা। সোমবার চা'লা'নো হা'ম'লায় নিহ'ত হয়েছে তিন ভারতীয় সে'না।

জানা যায়, সোমবার চা'লা'নো অ'ত'র্কি'ত হা'মলা'য় প্রা'ণ হা'রায় দুই জন সিআ'রপি'এফ জ'ও'য়ান এবং এক জন পুলিশ অফিসার। ঘ'ট'নার পরে' গো'টা এলাকায় ত'ল্লা'শি অভি'যান শু'রু হয়েছে। ভারতীয় গো'য়ে'ন্দা সূ'ত্রে জানানো হয়েছে, নিরা'পত্তা বাহি'নীর ও'পর হা'ম'লাকারীরা ওই এলা'কাতেই না'কি ‘গা' ঢা'কা’ দিয়ে রয়েছে।

ভারত নি'য়ন্ত্রি'ত কাশ্মিরের বারামুল্লা জেলা বরাবরই ভারতীয় নিরাপ'ত্তা বাহি'নীর জন্য স্প'র্শকা'তর এ'লাকা। এই অঞ্চলে একা'ধি'কবার কাশ্মিরি বি'চ্ছি'ন্নতাবা'দীদের সঙ্গে ভারতীয় পুলিশ এবং সেনা জ'ওয়া'নদের ল'ড়া'ই হয়েছে। তবে সোমবারের ঘ'ট'না অভূ'তপূ'র্ব।

সি'আর'পিএফ জানিয়েছে, এ দিন সকাল থেকেই বারামুল্লার ক্রি'রি সে'ক্ট'রে নওগাম বাইপাসের উপর ব্যা'রিকে'ড তৈ'রি করেছিল সি'আর'পিএফ এবং পুলিশের যৌথ বাহি'নী। একের পর এক গাড়িতে ত'ল্লা'শি চা'লানো হ'চ্ছিল। সে সময়ই অ'তর্কি'তে নি'রাপ'ত্তার'ক্ষীদের উপর এ'লোপা'থা'ড়ি গু'লিব'র্ষণ শুরু করে কাশ্মিরি বি'চ্ছি'ন্নতাবা'দীরা। ভারতীয় নিরা'পত্তা বাহি'নীর সদস্যরা প'জিশ'ন নেয়ার আগেই দুই সি'আর'পিএ'ফ জ'ও'য়ান এবং এক পুলিশ অফি'সার গু'লিবি'দ্ধ হন।

তবে ভারতীয় যৌথ বাহি'নী পা'ল্টা আ'ক্র'মণ করার আগেই হা'মলাকা'রীরা নিরা'পদে ঘ'ট'নাস্থল ত্যা'গ করে বলে জানা গিয়েছে। আহ'ত'দের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার কি'ছুক্ষ'ণের মধ্যেই তাদের মৃ'ত্যু হয়।

পুলিশ জানিয়েছে, যেখানে এই ঘ'ট'না ঘ'টে'ছে, সেখানে সি'সিটি'ভি ছিল। ফু'টে'জ দেখে হা'ম'লাকা'রীদের শ'না'ক্ত করার চে'ষ্টা করা হচ্ছে। তাদের দা'বি- চে'কপো'স্টের নি'রাপ'ত্তার'ক্ষীরা ‘যথে'ষ্ট স'ত'র্ক’ ছিলেন না। তারই সু'যোগ নিয়েছে কাশ্মিরি বি'চ্ছি'ন্নতাবা'দীরা। ঘ'ট'নার কিছুক্ষণের মধ্যেই প্রচুর সে'না পা'ঠানো হয়েছে এলাকায়। গো'টা অঞ্চল ঘি'রে ফে'লা হয়েছে। শুরু হ'য়েছে ত'ল্লা'শি অ'ভি'যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে