আন্তর্জাতিক ডেস্ক: দিন কয়েক আগে ঈগলের হাম'লায় ধ্বং'স হয়ে মিসিগানের লেকে ডু'বে গিয়েছিল যুক্তরাষ্ট্রের একটি ড্রো'ন। রোববার আরেকটি ড্রো'নের আ'ঘা'তে বি'ধ্ব'স্ত হওয়া থেকে অল্পের জন্য র'ক্ষা পেল যুক্তরাষ্ট্রের একটি বিমান। সবচেয়ে বড় কথা হলো, ওই বিমানে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। বলা যায় প্রা'ণঘা'তী দু'র্ঘ'টনা থেকে বেঁ'চে গেলেন তিনি। খবর ব্লুমবার্গ, হিন্দুস্তান টাইমসের।
রোববার সন্ধ্যার ওই ঘ'টনা সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানের বিমানের কয়েকজন আরোহী জানিয়েছেন, হলুদ ও কালো রঙয়ের ক্র'স আ'কৃ'তির একটি বস্তু ডানদিক থেকে এয়ার ফো'র্স ওয়ানের বিমানের সামনে আসে। অবশ্য ড্রো'নের মতো দেখতে হলেও এটা আদতেই ড্রো'ন কিনা সে ব্যাপারে নি'শ্চি'ত কোনো ত'থ্য দিতে পারেননি তারা। মেরিল্যান্ডের অ্যান্ড্রু বিমান ঘাঁ'টিতে অবত'রণের আগে বিমানের বেশ কয়েকজন যাত্রী ওই বস্তুটি দেখেছেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের ওই বিমান অ্যান্ড্রু বিমান ঘাঁ'টিতে অব'তরণ করে।
সোমবার হোয়াইট হাউসের মি'লিটা'রি অফিস এবং বিমান বাহি'নীর ৮৯তম বিমান পরিবহন শাখা এক বি'বৃ'তিতে বলেছে, তারা এই ঘ'টনা সম্পর্কে অ'বগ'ত এবং বিষয়টি নিয়ে প'র্যালো'চনা চলেছে।যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত এ ধরনের মনু'ষ্যবিহী'ন হাজার হাজার ডি'ভাই'স আকাশে উড়তে দেখা যায়; এটিও সেরকমই বলে ধারণা করা হচ্ছে।
বিমান চলাচলের নিরাপ'ত্তা সং'ক্রা'ন্ত তদন্তকারীদের পক্ষে এ ধরনের ভা'স'মান ঘ'টনা যা'চাই করা বেশ ক'ঠিন।
অধিকাংশ বেসামরিক ড্রো'ন সাধারণত কয়েক পাউন্ড ওজনের হয়ে থাকে এবং এগুলোর মাধ্যমে বিমান ভূ'পা'তিত করার সম্ভাবনা ক্ষী'ণ। তবে দেশটির সরকারি গবে'ষণা বলছে, ছোট আকারের পাখির সং'ঘ'র্ষে বিমানের যে ধরনের ক্ষ'তি হতে পারে; সেই ক্ষ'তির মা'ত্রাকে ছা'ড়িয়ে যেতে পারে এ ধরনের ড্রো'নের আ'ঘা'ত। ড্রো'নের আ'ঘা'তে বিমানের ক'কপি'ট ছি'ন্নভি'ন্ন অথবা ইঞ্জিন ক্ষ'তিগ্র'স্ত হতে পারে।