আন্তর্জাতিক ডেস্ক: চীনের উপর চা'প বা'ড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কৌ'শলে তাইওয়ানের সঙ্গে ক্র'মশ সম্পর্ক ম'জবু'ত করছে ট্রাম্প প্রশা'সন। গত কয়েকদিন আগেই তাইওয়ান সফরে যান ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদ'স্থ কর্মকর্তা। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। এরপরেই জানা যাচ্ছে বিশাল সাম'রিক স'রঞ্জা'ম কেনার সিদ্ধা'ন্ত নিয়েছে তাইওয়ান।
জানা যাচ্ছে, আমেরিকার কাছ থেকে এফ-১৬ যু'দ্ধবিমান কিনতে চলেছে সে দেশ। আর সেজন্যে ছয় হাজার ২০০ কোটি ডলারের অ'স্ত্র চু'ক্তি করেছে তাইওয়ান। বিগত কয়েক বছরে তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় অ'স্ত্র চু'ক্তি। আর এই সাম'রিক চু'ক্তির কারণে তাইওয়ান ও আমেরিকার সঙ্গে চীনের উ'ত্তেজ'না কয়েক গুণ বে'ড়ে যাবে। এমনটাই আশ'ঙ্কা সাম'রিক পর্যবে'ক্ষকদের।
আমেরিকা এবং তাইপের মধ্যে হওয়া নতুন চুক্তির আওতায় আমেরিকা তাইওয়ানের কাছে ৯০টি এফ-১৬ যু'দ্ধবিমান বিক্রি করবে। বিশ্বের অন্যতম শ'ক্তিশা'লী এবং অত্যাধুনিক যু'দ্ধবিমানগুলির মধ্যে এফ-১৬ রয়েছে। মার্কিন এই সর্বা'ধুনিক এই যু'দ্ধবিমানকে একাধিকবার আ'পগ্রে'ডেশন করা হয়েছে।
জানা যাচ্ছে, আধুনিক সেই যু'দ্ধবিমান দেওয়া হবে তাইওয়ানকে। শুধু তাই নয়, তাইয়ানকে যেসব বিমান দেওয়া হবে তা হবে এফ-১৬ প্র'যু'ক্তির সর্বাধুনিক ভা'র্স'ন। জানা যাচ্ছে, আগামী ১০ বছর ধ'রে তাইওয়ান এসব বিমান হাতে পাবে। এমনটাই ওয়াশিংটনের ত'র'ফে জানানো হয়েছে।
যদিও মার্কিন এই সিদ্ধা'ন্তের পা'লটা তী'ব্র হু'ঙ্কা'র ছেড়েছে চীন। একেবারে ক'ড়া ভাষায় আমেরিকাকে হুঁ'শিয়া'রি বেইজিংয়ের। বেইজিংয়ের ত'র'ফে সা'ফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তাইওয়ানকে এফ-১৬ বিমান সরবরাহ করা হলে ওয়াশিংটনকে এর প'রিণ'তি ভো'গ করতে হবে। শুধু তাই নয়, রী'তিম'ত যু'দ্ধের হু'ঙ্কা'র বেইজিংয়ের।
যদিও আমেরিকা সেই হুঁ'শি'য়ারি একেবারে কানে নিতে না'রা'জ। উল্লেখ্য, গত বছরই তাইওয়ানকে আমেরিকা ৬৬টি এফ-১৬ বিমান সরবরাহ করার ই'ঙ্গি'ত দিয়েছিল। বেইজিং তখনই আমেরিকাকে তাইয়ানের সঙ্গে অ'স্ত্র চু'ক্তি করা থেকে বি'রত থাকার আহ্বান জানায়। ফে'র একবার সেই পথেই ট্রাম্প প্রশা'সন। সূত্র : কলকাতা ২৪x৭।