মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ০৮:১০:৫০

ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ

ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : চৌদ্দদিন করোনা পজি'টিভ নিয়ে গুরগাওঁয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাত্র চৌদ্দ আগস্ট করোনা নে'গেটিভ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। মঙ্গলবার আবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসে ভর্তি হলেন তিনি। 

সর্বাঙ্গে ব্যাথ্যা এবং অসম্ভব ক্লান্তি নিয়ে তিনি ভর্তি হয়েছেন এইমসে। আজ দুপুরে হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানান হয়েছে, পোস্ট কোবিড কেয়ার এর জন্যে অমিত শাহ কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতাল থেকে মন্ত্রনালয়ের কাজ করছেন। উল্লেখযোগ্য, করোনার কারণে অমিত শাহ রামমন্দিরের ভূমি পুজো ও লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে