মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ০৮:৫০:৫২

ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই শ্রেষ্ঠ: আমিরাতের দাঈ ওয়াসিম ইউসুফ

ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই শ্রেষ্ঠ: আমিরাতের দাঈ ওয়াসিম ইউসুফ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সঙ্গে কূ'টনৈতিক চু'ক্তির পর থেকেই ফিলিস্তিনিরা সংযুক্ত আরব আমিরাতের বিরু'দ্ধে নানাভাবে ক্ষো'ভ প্র'কাশ করে আসছে। নিজের দেশের প্রতি ফিলিস্তিনিদের এই ক্ষো'ভ হ'জম করতে পারেননি আমিরাতের আলোচিত ধর্মীয় দাঈ শায়খ ওয়াসিম ইউসুফ। তিনি এজন্য ফিলিস্তিন সরকার এবং দেশটির জনগণের ক'ঠোর সমালোচনা করেছেন। তার দা'বি, ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই শ্রেষ্ঠ।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলের এক টুইটে ওয়াসিম ইউসুফ বলেন, ফিলিস্তিনি শাসকগোষ্ঠী স'ন্ত্রা'সীদের রী'তি অনুসরণ করছে; গো'পনে তারা ঠিকই ইহুদীদের সঙ্গে হাত মে'লায়, কিন্তু প্র'কাশ্যে তাদের বদ'নাম করে। ওয়াসিম ইউসুফ বলেন, যদি ফিলিস্তিনিরা যু'দ্ধই চায়, তাহলে তারা রণা'ঙ্গনে বেরিয়ে পড়ুক। কেন তারা শান্তিকামীদের বদ'নাম রটাচ্ছে?

ওই টুইটে আরব আমিরাতের ক্রাউন প্রিন্স বিন জায়েদের ছবির সঙ্গে ফিলিস্তিনিদের অপা'নকর আ'চরণের একটি ভি'ডিও শেয়ার করে ক্যাপশনে ওয়াসিম ইউসুফ লিখেছেন, তোমাদের কোন নৈ'তিকতা নেই, বাস্তবিকই তোমরা পূণ্যভূমি জেরুসালেম অধিকারের যোগ্যতা রাখো না, ইহু'দিরা তোমাদের থেকে উত্তম।

ওয়াসিম ইউসুফের এই মন্তব্য মু'হূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যা'পক ক্ষো'ভের সৃষ্টি করে। অনলাইনে সক্রিয়রা তাকে নিয়ে ট্রলে মেতে ওঠে; একজন রি-টুইট করে লিখেছেন, তাইলে আপনিই সাহস দেখিয়ে করে ইহুদিদের থেকে জেরুসালেম মু'ক্ত করুন, দেখা যাবে- কারা এই নগরীর অধিকারের যোগ্য! তাছাড়া আরো অনেকে কু'রুচিপূর্ণভাবে ওয়াসিম ইউসুফকে সম্মোধন করে মন্তব্য করছেন। সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে