বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ০১:০২:১২

হঠাৎ শহরে চকলেটের বৃষ্টি!

হঠাৎ শহরে চকলেটের বৃষ্টি!

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎই চকলেটের কণায় বৃষ্টিতে ডু'বে গেছে শহর। যেই চকলেট কিনে খেতে দোকানে ভিড় জমান তারা, তা বাড়ির উঠানে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়া দেখে হ'তবাক শহরবাসী।গত শুক্রবার সকালে সুইজারল্যান্ডের ওল্টেন নামক শহরে এমন অদ্ভূত ঘ'টনা ঘ'টেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
তবে ব্যাপারটি মোটেই অ'দ্ভুত নয়।শহরের একটি চকলেট কোম্পানির কারখানায় যা'ন্ত্রিক গোলযোগের কারণে এমনটি ঘ'টেছে বলে জানা গেছে।চকলেট কোম্পানিটির নাম লিন্ড অ্যান্ড স্প্রুয়েঞ্জলি। এটি ইউরোপে বিখ্যাত একটি ব্র্যান্ড।

মঙ্গলবার লিন্ড অ্যান্ড স্প্রুয়েঞ্জলির কর্তৃপক্ষ জানিয়েছে, জুড়িখ ও ব্যাসেলের মধ্যবর্তী শহরে অবস্থিত ওল্টেনের কারখানার ভে'ন্টি'লে'শন লা'ইনে ত্রু'টি দেখা দিয়েছিল। এতে জো'রে বাতাসের প্র'ভাবে আশপাশের এলাকায় চকলেট তৈরির মূল উপাদান ‘কোকোয়া বীজের গুঁড়া’ ছ'ড়িয়ে পড়ে।তবে এসব চকলেট কণা মানুষ ও পরিবেশের জন্য মোটেও ক্ষ'তিকর নয় বলেও আশ্ব'স্ত করেছে কোম্পানিটি।লিন্ড কর্তৃপক্ষের দাবি, প্রবল বাতাসের কারণে একটি গাড়ি কোকোয়া বীজের গুঁড়ায় ছে'য়ে গেছে। গাড়িটি পরিষ্কার করতে যা খরচ হবে তা পরিশো'ধ করে দিতে প্রস্তুত তারা।

জানা গেছে, ঘ'টনার পর পর কারখানার ভে'ন্টিলে'শন ব্যবস্থা মে'রাম'ত করা হয়েছে এবং উৎপাদনও পু'রোদমে শুরু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে