আন্তর্জাতিক ডেস্ক: বি'দ্রো'হী সেনাদের হাতে গ্রেফতার হয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে। একদল জুনিয়র সেনা কর্মকর্তার হাতে তারা এখন ব'ন্দি। সরকারি এক মু'খপাত্রের বরাতে মঙ্গলবারের অনলাইন প্রতিবে'দনে এ ত'থ্য নি'শ্চি'ত করেছে বিবিসি।
এর আগে প্রধানমন্ত্রী বোবো সিসে বি'দ্রো'হীদের সঙ্গে ‘ভ্রা'তৃসু'লভ আলোচনার’ আহ্বান জানিয়েছিলেন। বিবিসির প্রতিবে'দন অ'নুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি প্রধান সাম'রিক ঘাঁ'টিতে গু'লি ছো'ড়ার মধ্য দিয়ে এই অ'ভ্যুত্থা'নের শুরু হয়।
এদিকে রাজধানীতে বি'দ্রো'হী তরুণরা সরকারি ভবনে আ'গুন দিয়েছেন। কয়েক ঘণ্টা আগে সাম'রিক বাহি'নীর অ'স'ন্তু'ষ্ট জুনিয়র অফিসাররা ঊর্ধ্বতন সাম'রিক কর্মকর্তাদের আ'ট'ক করেন। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জো'ট ইকোওয়াস এবং দেশটির সাবেক ঔপনি'বেশিক শ'ক্তি ফ্রান্স এর নি'ন্দা জানিয়েছে।
প্রেসিডেন্ট কিয়েতার পদ'ত্যা'গ দা'বিতে চল'মান বি'ক্ষো'ভের মধ্যেই সেনাবাহি'নীর বি'দ্রো'হী অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও ঊর্ধ্বতন সাম'রিক কর্মকর্তাদের গ্রেফ'তার করে নিজেদের জি'ম্মা'য় নিলেন। তবে অ'ভ্যু'ত্থানে কতজন সেনাসদস্য অংশ নিয়েছেন তা এখওন নি'শ্চি'ত হওয়া যায়নি।
বি'দ্রো'হী সেনাদের ব্যা'রাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে অঞ্চলটির দেশগুলোর জোট দ্য ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টে'টস (ইকোওয়াস)।
২০১৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন কিয়েতা। তবে দু'র্নী'তি, অর্থনৈতিক অব্য'বস্থাপনা এবং দেশের নিরা'প'ত্তা প'রিস্থি'তির আরও অ'বন'তি ছাড়াও জি'হা'দি হা'ম'লা ও জা'তিগ'ত স'হিং'সতার মতো ঘ'টনাগুলোর কারণে ব্যা'প'ক জ'নরো'ষের মু'খে দেশজু'ড়ে সরকার প'তনের আ'ন্দো'লন জো'রালো হয়।