বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ০১:১০:৩১

পাকিস্তান কখনও ইসরাইলকে স্বীকৃতি দেবে না: ইমরান খান

পাকিস্তান কখনও ইসরাইলকে স্বীকৃতি দেবে না: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এবং ‘আমরা কখনই ইসরাইল সরকারকে স্বীকৃতি দেব না।’

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতি ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘা'তক'তা করে ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সি'দ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমরান খান একথা বলেন।

পাক প্রধানমন্ত্রী ‘দুনিয়া নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিম এশিয়া ও ফিলিস্তিন প'রিস্থিতি সম্পর্কে ইসলামাবাদের দৃ'ষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে। জিন্নাহ ইসরাইল সরকারের বিরু'দ্ধে ফিলিস্তিনি জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ'স্থিতিতে সং'ক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। ইরানসহ ফিলিস্তিনি নেতৃবৃন্দ আরব আমিরাতে এই সি'দ্ধান্তকে মুসলিম উম্মাহর পি'ঠে ছুরি মা'রার সঙ্গে তুলননা করেছেন। সূত্র: পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে