আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তে'জনা বাড়তে থাকার মধ্যে নতুন অ'স্ত্র প্রযুক্তি উন্মোচন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিয়ানলেই ৫০০ নামের এই প্রযুক্তিটির মাধ্যমে পূর্বনির্ধারিত ল'ক্ষ্যব'স্তুতে ৫০০ কেজি বি'স্ফো'রক ছোড়া যায়। একই সঙ্গে এর মাধ্যমে আকাশ থেকে ভূমিতে ক্ষে'পণা'স্ত্র হা'মলাও চালানো যায়। ইংরেজি অনুবাদে প্রযুক্তিটির নাম দাঁড়ায় স্কাই থা'ন্ডার।
এটি ছয়টি আলাদা ধ'রনের বি'স্ফো'রক বহন করতে পারে এবং ভিন্ন ভিন্ন ল'ক্ষ্যব'স্তুতে হা'মলা চালাতে পারে বলে জানিয়েছেন এক সিনিয়র প্রকৌ'শলী। তাইওয়ান, হংকং, দক্ষিণ চীন সমুদ্র ও করোনাভাইরাস মহামা'রি নিয়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সঙ্গে উত্তে'জনা বাড়তে থাকার মধ্যে নতুন অ'স্ত্র প্রযু'ক্তি উ'ন্মো'চন করলো চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব ত'থ্য জানা গেছে।
সোমবার তাইওয়ান সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, চীনা গোয়ে'ন্দাদের দ্বীপটিতে প্রবেশ ঠে'কাতে নতুন আগতদের বিষয়ে ক'ড়াক'ড়ি আ'রো'প করা হবে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ যু'দ্ধবিমান কিনতে ছয়শ' কোটি মার্কিন ডলারের একটি চূড়া'ন্ত করেছে তাইওয়ান। এই চু'ক্তিকে উ'সকা'নি বলে আ'খ্যা দেয় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এদিকে বিরো'ধপূর্ণ দক্ষিণ চীন সীমান্তে গত সপ্তাহে মহ'ড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তাইওয়ান প্রণালির উত্তর ও দক্ষিণ অংশে গো'লাব'র্ষণের মহ'ড়া চালিয়েছে অঞ্চলটির সেনাবা'হি'নী। চীনা সেনাবা'হি'নীর তরফে এসব মহ'ড়াকে উ'সকা'নি আখ্যা দিয়ে বলেছেন, এতে তাইওয়ানের স্বাধী'নতাকা'মীদের কাছে ভু'ল বার্তা যাবে। তবে সম্পর্কে টা'নাপ'ড়েন তৈরি হওয়ার জন্য ওয়াশিংটনকেই দা'য়ী করেছে চীন।