বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ১১:৩২:৩৮

প্রধানমন্ত্রীকে ১৮ পাতার চিঠি লিখে স্বাধীনতা দিবসে যুবতীর আ'ত্মহ'ত্যা

প্রধানমন্ত্রীকে ১৮ পাতার চিঠি লিখে স্বাধীনতা দিবসে যুবতীর আ'ত্মহ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আ'ত্মঘা'তী হলেন ভারতের উত্তরপ্রদেশের ১৬ বছরের যুবতী। সমাজ ও দেশের অব'নতি নিয়ে বি'ধ্ব'স্ত ছিলেন তিনি। একটি ১৮ পাতার সু'ইসা'ইড নোট উ'দ্ধা'র হয়। যেটি আ'দ'পে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা একটি চিঠি। 

তার ইচ্ছে ছিল, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তাকে অনুরো'ধ করবেন, যেন দেশে ঘ'টে চলা সম'স্ত দু'র্নী'তির বি'রু'দ্ধে তিনি রু'খে দাঁ'ড়ান। সু'ইসা'ইড নো'ট উ'দ্ধা'রের পর পুলিশও স্ত'ম্ভি'ত হয়ে গিয়েছে। পুলিশ সূ'ত্রে জানা গিয়েছে, সম্ভলের বাসিন্দা এই যুবতী অনেকদিন ধ'রেই মা'ন'সি'ক অ'বসা'দে ভু'গছিলেন। তার চিকিত্‍সাও চলছিল। বাবরালার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করছিলেন তিনি। 

স্বাধীনতা দিবসের দিন তিনি নিজের মাথায় গু'লি করে আ'ত্মঘা'তী হন। ব'ন্দু'কটি আ'পাত'ত বা'জে'য়া'প্ত করা হয়েছে। ত'দ'ন্ত করে দেখা হবে, সেটি তিনি হাতে পেলেন কী করে। দেশে যেভাবে দু'র্নী'তি ঘ'টে চলেছে, পরিবেশের দূ'ষ'ণে যেভাবে বি'ধ্ব'স্ত গো'টা বিশ্ব, সেসব নিয়ে যুবতী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তার চিঠিতে তিনি লিখেছেন, জনসংখ্যার বৃদ্ধির বিষয়ে যেন প'দক্ষে'প করা হয়, দিপাবলীর দিন যেন বা'জি পো'ড়ানো না হয়, হোলির দিন কে'মিক্যা'ল যু'ক্ত রং ব্যবহার করা না হয় ইত্যাদি।

সু'ইসা'ইড নোট থেকে তার লেখা একটি বাক্য তু'লে ধ'রা যাক, ''‌যেখানে সন্তানরা বড় হয়ে গিয়ে বাবা মাকে বৃ'দ্ধাশ্র'মে পাঠিয়ে দেয়, সেখানে আমি আর বাঁচতে চাই না।' মৃ'তের বাবা পেশায় একজন কৃষক। তিনি জানালেন, তার মেয়ের শেষ ইচ্ছে সম্ভবত এটাই ছিল যে তার চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হেক। তিনি ইতিমধ্যেই ক'র্তৃপ'ক্ষকে এই বিষয়ে অনুরোধ জানিয়েছেন। ‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে