বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১০:৪৭:৫৪

৯৫ পল্লী তাদের দুর্গা প্রতিমা নিয়ে পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়

৯৫ পল্লী তাদের দুর্গা প্রতিমা নিয়ে পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়

আন্তর্জাতিক ডেস্ক: অন্যান্য বছর হলে পুজোর প্ল্যা'নিং, কে'নাকা'টা শুরু হয়ে যায় এই অগাষ্ট থেকেই। তবে এবারের কথা আলাদা একেবারেই। করোনার দয়ায় সব প্ল্যানিংয়ে জল। তবে মন খারাপ করার কিছু নেই। করোনার সং'ক্রম'ণের ভ'য়ে ঘুরতে বা বেড়াতে না পারলেও, কলকাতার বিখ্যাত প্রতিমা হাজির হবে আপনার পাড়ায়। কী ভাবছেন? গাঁ'জাখু'রি গপ্পো? একেবারেই না।

এরকমই নতুন রূপে পুজো করার পরিক'ল্পনা নিয়েছে শহর কলকাতার বিখ্যাত দুর্গাপুজো কমিটি, যোধপুর পার্ক ৯৫ পল্লী। তাঁদের পরিকল্পনা সম্পর্কে যা জানতে পারা গিয়েছে, তা হল, ৯৫ পল্লী তাদের দুর্গা প্রতিমা নিয়ে পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন জানাচ্ছে ওই পুজো কমিটি ঠিক করেছে যে বড় দুর্গা তাঁদের প্যান্ডেলে থাকবেন, তারই ছোট আকৃতি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে তাঁদের কমিটির গাড়ি। যাতে যে সব দর্শনার্থী ইচ্ছা থাকলেও বেরোতে পারছেন না,তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

সেক্ষেত্রে ৯৫ পল্লী একটি সুসজ্জিত ট্যাবলো তৈরি করছে, যেখানে সেই ছোট প্রতিমা রাখা হবে। এমন ভাবে সেটিকে রাখা হবে, যেন প্রত্যেকে তা পরিষ্কার দেখতে পান। তবে আর কী কী পরিকল্পনা রয়েছে ওই পুজো কমিটির তা এত তাড়াতাড়ি খোলসা করে বলতে চাননি তাঁরা।

তবে এই ট্যাবলোতে উপ'স্থিত প্রতিনিধিরা পুষ্পাঞ্জলী সংগ্রহ করবেন মানুষের থেকে, তা এসে নিবেদন করবেন মূল মন্ডপের প্রতিমার পায়ে, বলে জানা গিয়েছে। এদিকে মাস্ক পরার বার্তা ছড়াতে দুর্গার মুখে মাস্ক পরাচ্ছে গৌরীবাড়ি সর্বজনীন দুর্গোৎসব।

 তাঁদের কথা অনুযায়ী, ‘দেবী যদি মাস্কে তাঁর রূপ ঢাকতে পারেন আপনি কেন পারবেন না? আপনিও মাস্ক পরুন ও অপরকে মাস্ক পড়ার কথা বলুন।’ এই বার্তা দেওয়ার জন্য ৪১.৮ গ্রামের একটি রূপোর মাস্কও বানিয়ে ফেলেছেন তাঁরা। মাস্ক পরা দুর্গা প্রতিমার মুখ সামনে রেখেই খুঁ'টিপুজো হয়েছে তাঁদের।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে