শনিবার, ২২ আগস্ট, ২০২০, ০১:৪৪:৩১

সেই বি'শাল সারপ্রাইজের ঘোষণা দিল এরদোয়ান, কপাল খুললো তুরস্কের

 সেই বি'শাল সারপ্রাইজের ঘোষণা দিল এরদোয়ান, কপাল খুললো তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের জন্য আজ এক ঐতিহাসিক দিন। গত কয়েকদিন ধ'রেই বাতাসে ভেসে বেড়াচ্ছিলো শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ান একটি ঘোষণা দিবেন, যাতে থাকবে বি'শাল সারপ্রাইজ।

আলোচিত সেই সারপ্রাইজ আর কিছু নয়, ইতিহাসের সবচেয়ে বড় গ্যাসের মজুদ পেয়েছে তুরস্ক। কৃষ্ণ সাগরে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পেয়েছে তারা। আলহামদুলিল্লাহ। আর এতে কপাল খুললো তুরস্কের।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন এটা কেবলমাত্র শুরু। আরো বিশাল প্রাকৃতিক সম্পদ তুরস্কের জন্য অপেক্ষা করছে বলে তিনি ঘোষণাকালে উল্লেখ করেন। ২০২৩ সালে এই গ্যাস ব্যবহার করার প্রাথমিক টা'র্গেট নি'র্ধারণ করা হয়েছে।

উ'ল্লেখ্য, তুরস্ক গত কয়েক বছর ধরে টানা প্রাকৃতিক সম্পদ স'ন্ধানে কাজ করে যাচ্ছে। অবশেষে আজ প্রথম গ্যাস রিজার্ভ স'ন্ধানের মতো খবরটি আসলো।  কৃষ্ণ সাগরে গ্যাস প্রাপ্তির ঘোষণা দিলেন এরদোগান বিশ্বের নতুন এনার্জি শক্তি হিসেবে আবির্ভাব হলো তুরস্কের। তুর্কী জাহাজ "ফতেহ" কর্তৃক কৃষ্ণ সাগরে কয়েক বছর ধ'রে তেল ও গ্যাসের অনুসন্ধান চালাচ্ছিলো তুরস্ক। অবশেষে আনুষ্ঠানিকভাবে কৃষ্ণ সাগরের তুর্কী সামুদ্রিক এরিয়া থেকে ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস প্রাপ্তির ঘোষণা দিলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শুক্রবার স্থানীয় সময় তিনটায় ( বাংলাদেশ সময় ছয়টায়) ইস্তাম্বুলে নিজের প্রাসাদে আয়োজিত এ জ'নাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আশা ব্যক্ত করেন ২০২৩ সালের মধ্যেই তুরস্ক পুরোপুরিভাবে গ্যাস উৎপাদনে যেতে পারবে।এছাড়াও কৃষ্ণ সাগরে আরো একাধিক ব্লকে গ্যাস ক্ষেত্র পাওয়া যাবে বলে প্রেসিডেন্ট এরদোয়ান জানান।

পাশাপাশি তুর্কী প্রেসিডেন্ট ভূমধ্যসাগরে তাদের জ'রিপকৃত সামুদ্রিক এরিয়াতেও অতি শী'ঘ্রই গ্যাস ক্ষেত্র আ'বিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন। তুরস্কের জ্বালানিমন্ত্রী এ ব্যাপারে বলেন, এ গ্যাস ক্ষেত্র আবিষ্কারের মধ্য দিয়ে তুরস্ক তার অর্থনীতিকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। প্রসঙ্গত তুরস্কের এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়ার সাথে সাথে তুর্কী লিরার দাম ব্যা'পক বেড়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে