আন্তর্জাতিক ডেস্ক : দুই বছরের মধ্যে করোনা ভাইরাস মহামা'রির শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। জেনেভায় শুক্রবার তিনি বলেন, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু দুই বছরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তি এই ভাইরাসটিকে তার চেয়েও কম সময়ে আটকে দিতে পারবে বলে তিনি আশা করছেন।
তিনি বলেন, ''অবশ্যই উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভাইরাসের ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একই সময়ে এটা দমন করার মতো প্রযুক্তি ও জ্ঞান আমাদের আছে।'' এ ব্যাপারে জাতীয় সংহ'তি এবং বৈশ্বিক একতার ওপর তিনি গুরুত্ব দেন। ১৯১৮ সালের ভ'য়াব'হ ফ্লু'তে বিশ্বে অন্তত পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
করোনা ভাইরাসের কারণে এ পর্যন্ত বিশ্বে প্রায় আটলাখ মানুষের মৃত্যু হয়েছে এবং দুই কোটি ২৯ লাখ মানুষ আ'ক্রা'ন্ত হয়েছে। করোনা মহামা'রির সময় পাসোর্নাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে যেসব দুর্নী'তির ঘ'ট'না ঘ'টছে, এ সং'ক্রা'ন্ত একটি প্রশ্নের জবাবে তিনি একে 'অ'পরা'ধ' বলে তিনি বর্ণনা করেছেন।
তিনি বলেছেন ''যেকোনো ধরণের দুর্নী'তিই অগ্রহণযোগ্য। তবে পিপিই নিয়ে দুর্নী'তি...আমার মতে এটা আসলে একটা হ'ত্যাকা'ণ্ড। কারণ স্বাস্থ্য কর্মীরা যদি পিপিই ছাড়া কাজ করে, আমরা তাদের জীবনের ঝুঁ'কি নিচ্ছি। সেই সঙ্গে যাদের তারা সেবা দিচ্ছেন, তাদের জীবনকেও ঝুঁ'কিতে ফেলে।''
দক্ষিণ কোরিয়ায় পিপিই নিয়ে দুর্নী'তির অ'ভিযো'গ নিয়ে ব্যা'পক আলোচনার তৈরি হলেও, বিশ্বের অনেক দেশেই এরকম অ'ভিযোগ উঠেছে। বাংলাদেশেও করোনা ভাইরাস মহামা'রির শুরুতে স্বাস্থ্য সুর'ক্ষা উপকরণ নিয়ে অ'ভিযো'গ করেছেন স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আ'ক্রা'ন্ত শনা'ক্ত হয়েছেন মোট ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে ৩,৮৬১ জনের মৃ'ত্যু হয়েছে। আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।