শনিবার, ২২ আগস্ট, ২০২০, ০৫:২৯:১১

জাতিসংঘে আবারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়

জাতিসংঘে আবারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরা'পত্তা পরিষদে ইরানের বি'রু'দ্ধে সব নিষে'ধা'জ্ঞা পুনর্ব'হালে যুক্তরাষ্ট্রের আবেদনের ঘো'র বি'রো'ধিতা করেছে স্থায়ী ও অস্থায়ী ১৩ সদস্য দেশ। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক ছাড়া নিরা'পত্তা পরিষদের বাকি ১৩ দেশ পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের বিরো'ধিতার কথা জানিয়ে দিয়েছে।

ইরানের বি'রু'দ্ধে সব নিষে'ধা'জ্ঞা পুনর্ব'হালের (স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করা) জন্য জাতিসংঘ নিরা'পত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল নিরা'পত্তা পরিষদের বর্তমান সভাপতি ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধির কাছে এই আবেদন হস্তা'ন্তর করেন তিনি। তার ওই আবেদনের পর নিরা'পত্তা পরিষদের বেশিরভাগ দেশ তাদের বিরো'ধিতার কথা ঘোষণা করে।

ইরনা জানিয়েছে, তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলাদা চিঠি দিয়ে আমেরিকার স্ন্যা'পব্যা'ক ম্যা'কানি'জম চালুর প্রস্তাবের ঘো'র বিরো'ধিতা করেছে। চীন এবং রাশিয়াও বলেছে, ইরানের বি'রু'দ্ধে নিষে'ধা'জ্ঞা পুনর্ব'হালের আবেদন জানানোর কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

পরমাণু স'মঝো'তার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরো'পিত অ'স্ত্র নিষে'ধা'জ্ঞা উঠে যাবে। আগামী অক্টোবর মাস থেকে বহি’র্বিশ্বের সঙ্গে স'মরা'স্ত্র বেচাকেনা করতে পারবে তেহরান। সম্প্রতি জাতিসংঘ নিরা'পত্তা পরিষদের ভোটে ইরানের বি'রু'দ্ধে অ'স্ত্র নিষে'ধা'জ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্য'র্থ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে