শনিবার, ২২ আগস্ট, ২০২০, ০৯:২৫:২৯

১৪৩ জন আমাকে ধ'র্ষণ করেছে: পুলিশের কাছে অ'ভি'যো'গ নারীর

১৪৩ জন আমাকে ধ'র্ষণ করেছে: পুলিশের কাছে অ'ভি'যো'গ নারীর

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের এক নারী পুলিশের কাছে অ'ভি'যো'গ করেছেন যে দী'র্ঘদি'ন ধ'রে তাকে অন্তত ১৪৩ ব্যক্তি ধ'র্ষ'ণ করেছে। ধ'র্ষ'কদের মধ্যে রা'জনৈতিক নেতা থেকে শুরু করে ছাত্র ইউনিয়নের নেতা, সংবাদকর্মী অনেকেই আছেন। পঁচিশ-বছর বয়সী ওই নারীর লি'খিত অ'ভি'যো'গের ভি'ত্তিতে ত'দ'ন্ত শুরু করেছে হায়দ্রাবাদ পুলিশ।

হায়দ্রাবাদ শহরের প্রাণকেন্দ্র পাঞ্জাগুট্টা থানার ওসি এম. নিরঞ্জন রেড্ডি বলছিলেন, "ওই যুবতী ৪২ পাতার লিখিত অ'ভি'যো'গ নিয়ে এসেছিলেন। তার অ'ভি'যো'গপত্র দেখে খুবই আ'শ্চর্য হয়েছিলাম। কিন্তু তার সঙ্গে কথা বলে আমরা নি'শ্চি'ত যে ওই যুবতীর কোনও মান'সিক সম'স্যা নেই। সেজন্যই অ'ভি'যো'গ আ'মলে নিয়ে ত'দ'ন্ত শুরু করেছি আমরা।"

ভারতীয় দ'ণ্ডবি'ধি অনুযায়ী ধ'র্ষ'ণ, নারীর শ্লী'লতাহা'নি, আ'ঘা'ত করা - এইসব ধা'রায় যেমন মা'মলা রু'জু হয়েছে, একই স'ঙ্গে ত'পশি'লী জাতি ও উপজাতিদের নি'র্যা'তন রো'ধ আই'নেও মা'মলা করা হয়েছে। অ'ভি'যো'গ পত্রে ওই নারী লিখেছেন যে ২০০৯ সালে খুব কম বয়সে তার বিয়ে হয়। তার কয়েক মাস পর থেকেই শা'রী'রিক নি'র্যা'তন শুরু করে শ্বশুড়বাড়ির লোকজন। প্রায় ন'মাস ধ'রে যৌ'ন নি'র্যা'তন স'হ্য করার পরে ২০১০ সালে তার বিবাহ বি'চ্ছে'দ হয় এবং তিনি বাপের বাড়িতে ফিরে গিয়ে কলেজে ভর্তি হন।

তারপর থেকেই রাজনৈতিক নেতা, ছাত্র নেতা, সংবাদকর্মী, চলচ্চিত্র জগতের মানুষ নি'য়মিত তাকে ধ'র্ষ'ণ করেছে বলে অ'ভিযো'গ জানিয়েছেন ওই যুবতী। অ'ভিযো'গপত্রে তিনি ১৩৯ জনের নাম উল্লেখ করেছেন, আর বাকি চারজনের নাম মনে করতে পারেন নি ওই নারী।

তিনি অ'ভি'যো'গ করেন, শা'রীরিক স'ম্পর্কের ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অ'ভিযু'ক্তরা তাকে ভ'য় দেখিয়ে দী'র্ঘদি'ন চু'প করিয়ে রেখেছিল বলেও জানিয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তা রেড্ডি বলছিলেন, "আজ শনিবার আমরা ওই নারীর বয়ান রে'ক'র্ড করছি। তার শা'রীরিক পরীক্ষাও করা হবে। আশা করছি আগামী দিন দুয়েকের মধ্যে কিছু ত'থ্য প্রমাণ আমরা জো'গাড় করতে পারব। যার ভি'ত্তিতে পরবর্তী তদ'ন্ত এগোবে।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে