শনিবার, ২২ আগস্ট, ২০২০, ০৯:৩০:৫৮

ধাপে ধাপে ভ্যাকসিন বরাদ্দ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রথম কোন দেশ ও কারা পাচ্ছে? জেনে নিন

ধাপে ধাপে ভ্যাকসিন বরাদ্দ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রথম কোন দেশ ও কারা পাচ্ছে? জেনে নিন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাস আত'ঙ্ক তৈরি করেছে। তাই সব দেশ সমানভাবে করোনা ভ্যাকসিন পায় সেদিকে ন'জ'র দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, প্রথমে করোনা ভাইরাসের ভ্যাকসিন সমানভাবে সবদেশের কাছে পৌঁছায় সেদিকে ন'জ'র দিয়ে তারপরই তাদের জনসংখ্যার দু'র্ব'লতা দেখা হবে।

ইতিমধ্যেই অনেক দেশ বিশেষজ্ঞদের নিয়ে কমিটি তৈরি করেছে। যার সাহায্যে আগামী ভ্যাকসিনের ডি'স্ট্রিবিউ'শন নিয়ে সিদ্ধান্ত নিতে এই কমিটি তৈরি করা হয়েছে। কারণ প্রথমধাপে নি'র্দি'ষ্ট পরিমাণ ভ্যাকসিন সাধারণের জন্য প্রস্তুত করা হবে। জুন মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছিল করোনা ভ্যাকসিন ছড়িয়ে দেওয়া নিয়ে 'বিশেষ ভাবনা' রয়েছে। 

স্বাস্থ্যকর্মীরা সেই তালিকায় প্রথম রয়েছে। তারপরেই বয়স্করা যারা অন্যকোনও রোগে আ'ক্রা'ন্ত রয়েছেন তাদের দেওয়া হবে। বিশেষ করে যারা ক্যা'ন্সার, ডায়াবেটিস, ওবিসিটি, বিরাট শ্বা'সক'ষ্টের ভো'গেন তাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রেসাস বলেন, দু'বছরের মধ্যে করোনা অতিমা'রী থেকে মুক্তি পাবে বিশ্ব। বিশ্ব থেকে স্প্যানিশ ফ্লু বিদায় নিতে যা সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে করোনা ভাইরাস বিদায় নেবে বলে জানিয়েছেন তিনি।

কোভিড ভ্যাকসিন পাওয়া নিয়ে সোমবার প্রথম পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। পাঁচটি ফার্মাসিউটিক্যাল ফার্মের বিষয়ে খোঁ'জ নেওয়া এবং তিনটি কোম্পানি যারা ক্লি'নিক্যা'ল ট্রা'য়ালে রয়েছে তাদের শীঘ্র একটি রোডম্যাপ দিতে বলা হয়েছে যাতে বিশাল পরিমাণ উত্‍পাদন করা যায় এবং দাম কি হবে সে বিষয়ে ভাবনা চিন্তা করা যায়। রাশিয়ার সঙ্গে ইতিমধ্যেই কথা শুরু করেছে ভারত। এছাড়াও আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির সঙ্গে লাইনে রয়েছে ভারত।

মার্কিন যুক্তরাষ্ট্র: সেন্টার অফ ডিসিজ কন্ট্রোল অ্যাডভাইসরি কমিটির একটি দল ইমিউনাইজেশন প্র্যাকটিস নিয়ে বলেছেন, ভ্যাকসিন নেওয়া নিয়ে স্তর ভাগ করার প্রয়োজন আছে। সবার আগে ১২ মিলিয়ন স্বাস্থ্যকর্মী এবং সুর'ক্ষাদাতা তালিকায় রয়েছেন।

অস্ট্রেলিয়া: ফার্মা কোম্পানি AstraZeneca-র সঙ্গে চুক্তি ঘোষণার সময়ে অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, দেশের সকল মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে শুধু তাই নয়, তিনি বলেছেন দেশের সকল মানুষের জন্য যেন এই সিদ্ধান্ত বা'ধ্যতামূলক হয়।

রাশিয়া: বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের অনুমোদন পেয়েছে রাশিয়া। পুতিনের দেশেও স্বাস্থ্যকর্মী এবং সুর'ক্ষাদাতারা এই ভ্যাকসিন প্রথম পাবেন অথবা যারা শিশুদের দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে এটি প্রথম দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী।

কানাডা: জাতীয় অ্যাডভাইসরি কমিটি ইমিউনাইজেশন নিয়ে শারীরিক অবস্থাকে বেশি গুরুত্ব দিয়েছে। করোনায় যারা বেশি ক্ষ'তিগ্র'স্ত হয়েছেন তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অ্যাসথেমা, ডায়াবেটিস, হাইপারটেনশন, ফু'সফু'সে সম'স্যা সহ স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে