আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশকের টা'নাপো'ড়েনের পর কু'খ্যা'ত আ'ন্ডারওয়া'র্ল্ড ডন দাউদ ইব্রাহিম যে পাকিস্তানেই লু'কিয়ে রয়েছে শনিবার সেই কথা স্বী'কার করলো ইসলামাবাদ। আন্তর্জাতিক মঞ্চের চা'পের মুখে বা'ধ্য হয়ে ৮৮টি সংগঠন ও তাদের নেতাদের উপর আর্থিক নিষে'ধা'জ্ঞা জা'রি করেছে ইমরান খানের প্রশা'সন। ওই তালিকায় রয়েছে 'ডি-কোম্পানি'র প্রধান দাউদ ইব্রাহিম।
পাকিস্তানের প্রকা'শিত তালিকায় দাউদের বাড়ির ঠিকানা করাচি শহরে দেখানো হয়েছে। ফলে এতদিন দাউদ যে তাদের দেশেই লু'কিয়ে ছিল সেই কথা মেনে নিল ইসলামাবাদ। ইমরান প্রশা'সনের দাবি, স'ন্ত্রা'সের বি'রু'দ্ধে ল'ড়া'ইয়ে তারা যথেষ্ট প'দক্ষে'প করেছে। নয়া নিষে'ধা'জ্ঞার ফলে আপাতত তালিকায় থাকায় সংগঠন বা ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রি'জ করা হবে। ফলে সেগুলি থেকে কোনও আর্থিক লেনদেন করতে পারবে না তারা।
এদিকে, দাউদ ছাড়াও জাতিসংঘের নিরা'পত্তা পরিষদের তালিকা মেনে মুম্বাই হামলার মা'স্টারমা'ইন্ড হাফিজ সাঈদ, জাকিউর রহমান লাখভি, মাসুদ আজহারসহ ৮৮টি সংগঠন ও জ'ঙ্গির উপর আর্থিক নিষে'ধা'জ্ঞা চা'পাল ইসলামাবাদ। ২০০৮ সালে মুম্বাইয়ে হা'মলা চালায় ১০ পাকিস্তানি স'ন্ত্রা'সবা'দী। তাদের ম'দ'ত দেয় ল'স্ক'র-ই-তইবা প্রধান হাফিজ সাঈদ, লস্করের আরও এক মুখ জাকিউর রহমান লাখভি ও জ'ই'শ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার।
দী'র্ঘদি'ন ধ'রেই তাদের বি'রু'দ্ধে প'দক্ষে'প করার দাবি জানিয়ে আসছে পাকিস্তান। গোড়ার দিকে কয়েকটা প'দক্ষে'প করলেও, তা যে আদতে ধো'কা তা বুঝতে দেরি হয়নি নয়াদিল্লি ও আন্তর্জাতিক মঞ্চের। তারপর থেকেই চা'প বাড়তে থাকে ইসলামাবাদের উপর। বিশ্বে কার্যত একঘরে হয়ে পড়ে পাকিস্তান। ১৯৯৩ সালে মুম্বাই ধা'রাবা'হিক বি'স্ফো'রণ মামলার অন্যতম হো'তা দাউদ ইন্ডিয়ার নম্বর ওয়ান ও'য়া'ন্টে'ড অ'পরা'ধী। বহুদিন ধ'রেই তাকে ধ'রতে ম'রি'য়া চে'ষ্টা চালাচ্ছে ভারতীয় গোয়ে'ন্দা সংস্থাগু'লি।