আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি তাবলিগ জামাতের সদস্যদের বি'রু'দ্ধে করোনা ভাইরাস ছড়ানোর অ'ভিযো'গ করেছিল ভারতের মহারাষ্ট্র পুলিশ। তবে, বম্বে হাইকোর্ট পুলিশের সেই মামলা খা'রিজ করে দিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বম্বে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের রায়ে বলেছেন, বিদেশি তাবলিগ জামাতের সদস্যদের ব'লির পাঁ'ঠা বানানো হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লির নিজামউদ্দিন মারকাজের সভায় যোগ দিয়েছিলেন তাবলিগ জামাতের বহু বিদেশি সদস্য। এরপরই তাদের বি'রু'দ্ধে দা'য়ের করা হয়েছিল অ'পরা'ধমূলক ষ'ড়য'ন্ত্রে জড়িত থাকার মামলা। সেই মামলাটি এবার খা'রিজ করে দিল বম্বে হাইকোর্ট।
কোর্ট তাদের প'র্যবে'ক্ষণে বলেছেন, পুলিশ রাজনৈতিক চা'পে পড়ে ওই তাবলিগ সদস্যদের বি'রু'দ্ধে ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য, এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার তাবলিগ জামাতের ২ হাজার ৫৫০ জন বিদেশি সদস্যকে কালো তালিকাভু'ক্ত করেছিল। এর ফলে তারা আগামী ১০ বছরের জন্য ভারতে ঢুকতে পারবেন না। সূত্র : ওয়ান ইন্ডিয়া