সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ১২:০৩:০৫

নিজেদের সক্ষ'মতা দেখাল তুরস্ক, ব্যা'পক যু'দ্ধ ম'হ'ড়ায় কাঁ'পলো মর্মর সাগর

নিজেদের সক্ষ'মতা দেখাল তুরস্ক, ব্যা'পক যু'দ্ধ ম'হ'ড়ায় কাঁ'পলো মর্মর সাগর

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের বিমান এবং নৌবা'হি'নী যৌ'থভাবে মর্মর সাগরে সাম'রিক ম'হ'ড়া চালিয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অ'নুস'ন্ধান নিয়ে যখন গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তে'জনা তু'ঙ্গে তখন আঙ্কারা এই সাম'রিক মহ'ড়া চালালো। তুরস্কের প্রতির'ক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানিয়েছে, মহ'ড়ায় যু'দ্ধজাহাজের পাশাপাশি এফ-১৬ জ'ঙ্গিবিমান অংশ নেয়।

টুইটার বার্তায় দাবি করা হয়েছে, তুরস্কের যৌ'থ বা'হি'নীর যু'দ্ধ ও স'ক্ষ'মতা বাড়ানোর জন্যই এ ম'হ'ড়া পরিচালনা করা হয়েছে। তুরস্ক এবং গ্রিস দুটিই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সাম'রিক জোটের সদস্য। চলতি মাসের প্রথম দিকে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিত'র্কিত এলাকায় তাদের একটি তেল-গ্যাস অ'নুস'ন্ধানের জন্য গবেষণা জাহাজ পাঠিয়েছিল। ওই জাহাজকে তুরস্কের যু'দ্ধজাহাজ স্ক'র্ট করে নিয়ে যায়। তুরস্ক যে এলাকায় গবেষণা জাহাজটি পাঠিয়েছিল ওই এলাকাকে গ্রিস তার নিজের এলাকা বলে দাবি করছে। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে