সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ০৫:০০:৩৭

ইরাকি ঘাঁটি থেকে সকল সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

ইরাকি ঘাঁটি থেকে সকল সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের নিরা'পত্তা বাহি'নীর কাছে হ'স্তা'ন্তর করা হয়েছে দেশটির তাজি ঘাঁ'টি। বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত এই ঘা'টি থেকে সকল মার্কিন সেনাকে প্র'ত্যাহা'র করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এ ঘা'টিকে লক্ষ্য করে একা'ধিকবার রকেট হা'মলা চালিয়েছে স্থানীয় স'শ'স্ত্র বা'হি'নীগুলো।

এখানে ইরাকি নিরা'পত্তা বাহি'নীকে প্রশিক্ষণ দেয়া হতো। তবে এখন থেকে এটির নি'য়'ন্ত্রণ পুরোপুরি ইরাকি কর্তৃপক্ষের কাছেই থাকবে। রোববার এই ঘা'টি ইরাকের কাছে হ'স্তা'ন্তর করা হয়। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মার্কিন সেনাবা'হি'নী। এতে বলা হয়েছে, দী'র্ঘ পরিক'ল্পনার আওতায় ঘাঁ'টি থেকে সেনা প্র'ত্যা'হার করা হয়েছে।

ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, তাজি ঘাঁ'টিতে ২,০০০ এর মতো সেনা ছিল। এই গ্রীষ্মেই তাদের বেশিরভাগ ঘা'টি ছেড়ে চলে গেছেন। এখন ঘাঁ'টির সর'ঞ্জামাদি থেকে শুরু করে সবকিছু ইরাকি নিরা'পত্তাবা'হি'নী কাছে হ'স্তা'ন্তর করা হবে। 

এই প্রক্রিয়া শেষ হলে ঘাঁ'টির অবশিষ্ট সেনাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে প্র'ত্যা'হার করা হবে। ইরাকের জয়েন্ট অ'পারে'শ'ন্স কমা'ন্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি বলেন, এ ঘা'টিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সেনারা ইরাকি সাম'রিক বা'হি'নীকে প্রশিক্ষণ দিত। তবে তারা এর নিয়'ন্ত্রণ হ'স্তা'ন্তর করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে