সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ০৫:১৭:০০

কোমায় কিম জং উন! ক্ষ'মতায় বোন? ফের জ'ল্পনা তুঙ্গে

কোমায় কিম জং উন! ক্ষ'মতায় বোন? ফের জ'ল্পনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জ‌ং উন-এর শারীরিক অসুস্থতা নিয়ে গু'ঞ্জন বেশ কয়েক মাস ধ'রেই চলছে। যদিও সে ব্যাপারে নি'শ্চি'ত কোনও খবর জানতে পারেনি বাকি বিশ্ব। এই পরি'স্থিতিতেই দক্ষিণ কোরিয়ার এক সাবেক কর্মকর্তা সংবাদমাধ্যমে দাবি করেছেন, কিম জং উন অ'সুস্থ অবস্থায় কো'মাতে রয়েছেন। কিমের কাজের দায়িত্ব সামলাচ্ছেন তার বোন কিম ইয়ো জং।

দক্ষিণ কোরিয়ার প্র'য়া'ত প্রেসিডেন্ট কিম ডে জুং-এর সহযোগী চ্যাং সং মিন সম্প্রতি সে দেশের সংবাদমাধ্যমে এই দাবি করেছেন। তিনি বলেছেন, ''আমার কাছে খবর কিম জং উন কো'মায় রয়েছেন। কিন্তু তার জীবন শেষ হয়নি।'' এই অ'সুস্থতার জে'রেই উত্তর কোরিয়ার প্রতা'পশা'লী শা'সক কিছু ক্ষ'মতা তুলে দিয়েছেন তার বোনের হাতে। চ্যাং এ ব্যাপারে বলেছেন, ''ক্ষ'মতার সম্পূর্ণ হা'তব'দল হয়নি। কিন্তু তার অসুস্থতার জে'রে যে শূণ্যতা তৈরি হয়েছে তা পূরণে সামনে আনা হয়েছে কিম ইয়ো জংকে।''

উত্তর কোরিয়ার শা'সক কিম জং উনের পর, সে দেশের শা'সন ব্যবস্থায় ''সেকেন্ড ইন ক'ম্যা'ন্ড'' ধ'রা হয় তার বোন কিম ইয়ো জংকে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার ন্যাশ'নাল ইনটে'লিজে'ন্স সার্ভিসের প্রতিনিধিরা একটি রু'দ্ধদ্বা'র বৈ'ঠকে বসেছিলেন। সেই বোনের হাতে কিমের ক্ষ'মতা হ'স্তা'ন্তর ছিল সেই বৈঠকের আলোচনার বিষয়।

বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার গোয়ে'ন্দা সংস্থার তরফে জানানো হয়েছিল, ''কিম ইয়ো জং, ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর হিসাবে রাষ্ট্র সং'ক্রা'ন্ত বিভিন্ন বিষয় পরিচালনা করছেন। যদিও ''সর্বো'চ্চ ক্ষ'মতা'' এখনও তার দাদার হাতেই রয়েছে।'' নিজের 'চা'প ক'মাতেই' নাকি বোনের হাতে কিছু ক্ষ'মতা তুলে দিচ্ছেন কিম। জানানো হয়েছিল দক্ষিণ কোরিয়ার সেই রিপো'র্টে।

গত কয়েক মাস ধ'রেই জনস'মক্ষে অ'নুপ'স্থিতি কিমকে নিয়ে জ'ল্পনা বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। তার শারীরিক অবস্থা ও মৃ'ত্যু নিয়ে গত ক'মাসে বিভিন্ন খবর ছড়িয়েছে। এপ্রিলে ছড়িয়েছিল, হৃ'দয'ন্ত্রে অ'স্ত্রোপ'চারের সফল না হওয়ায় গু'রু'তর অসুস্থ পিয়ংইয়ংয়ের শা'সক। তার মৃত্যুর একটি 'ফেক' ভিডিয়ো ছড়িয়ে পড়ায় জো'রদা'র হয়েছিল জ'ল্প'না। কিম জং উনের প্রয়াত দাদু ও উত্তর কোরিয়ার প্রাক্তন শা'সক কিম টু সাং-এর জন্মদিন পালনের অনুষ্ঠানে কিমের অনুপস্থিতি এই জ'ল্প'নার পা'রদ আরও চড়িয়েছিল। 

কিন্তু উত্তর কোরিয়া প্রশা'সন এ নিয়ে খো'লসা করে কখনই কিছু জানায়নি। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ দাবি করেছিল, মে দিবস উপলক্ষে রাজধানী পিয়ংইয়ং-এর কাছে সান'চনে গিয়েছিলেন কিম। সেখানে একটি সার কারখানার উদ্বোধন করেন তিনি। তবে দক্ষিণ কোরীয় কর্মকর্তা চ্যাংয়ের এই সাম্প্রতিক দাবি, কতখানি ঠিক— তা নিয়ে এখনও সং'শ'য় রয়েছে বিভিন্ন মহলে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে