সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ০৫:২৩:০৭

নওয়াজ শরিফকে 'পলাতক' ঘোষণা করল পাকিস্তান

নওয়াজ শরিফকে 'পলাতক' ঘোষণা করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : দেশের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পলা'তক ঘোষণা করল পাকিস্তান। উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন শরিফ। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও দেশে না ফেরায় তাকে 'পলাতক' ঘোষণা করছে ইমরান খানের প্রশা'সন। 

পাক প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ বিষয়ক পরামর্শদাতা শাহজাদ আকবর জানান, নওয়াজ শরিফের চার সপ্তাহের জামিনের মেয়াদ গত বছরের ডিসেম্বরেই শেষ হয়েছে। তাই সরকার এখন শরিফকে পলা'তক হিসেবেই গণ্য করছে। ইতিমধ্যে তাকে দেশে ফেরানোর জন্য ব্রিটেনের কাছে আবেদন করা হয়েছে। যদিও গত মাসে আইনজীবীর মাধ্যমে লাহোর হাই কোর্টে মেডিক্যাল রিপো'র্ট জমা দিয়ে শরিফ জানান, করোনার জন্য চিকিৎসকদের নির্দে'শের কারণেই তিনি দেশে ফিরতে পারছেন না।

গতবছর হৃ'দরো'গে আ'ক্রা'ন্ত হয়েছিলেন দু'র্নী'তির দা'য়ে জেলব'ন্দি তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তারপরই জামিন দিয়ে তাকে হাসপাতালে ভরতি করা হয়। স্বাস্থ্যের কারণেই অনির্দিষ্ট সময়সীমার জন‌্য নওয়াজের জামিন মঞ্জুর করে লাহোর ও ইসলামাবাদ হাই কোর্ট। কিন্তু অবস্থার অব'নতি হওয়ায় শ'র্তসাপে'ক্ষ জামিনে উন্নত চিকিৎসার জন্য ব্রিটেন চলে যান তিনি। এর আগে, জেলে তার বাবাকে বি'ষ দেওয়া হচ্ছে বলে অ'ভিযো'গ করেছিলেন নওয়াজ শরিফের পুত্র হুসেন নওয়াজ৷

উল্লেখ্য, দু'র্নী'তির অ'ভিযো'গ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে তাকে আজীবনের জন‌্য রাজনীতি থেকে নির্বা'সিত করেছিল সুপ্রিম কোর্ট। পরে ওই মামলাতেই তার সাত বছরের কা'রাদ'ণ্ড হয়। যদিও সমস্ত অ'ভিযো'গ অস্বী'কার করে শরিফের দাবি, দেশের শ'ক্তিশা'লী সেনাবা'হি'নীর সর্বোচ্চ কর্তৃপক্ষ তাকে ফাঁ'সানোর চেষ্টা করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে