মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ১০:৫৪:৫৭

আমিরাতের বিশ্বাসঘাতকতা বিশ্বের মুসলমানেরা ভুলবে না : ইরান

আমিরাতের বিশ্বাসঘাতকতা বিশ্বের মুসলমানেরা ভুলবে না : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের চুক্তি মুসলিম বিশ্বের জন্য একটি ক্ষত এবং বিশ্বের মুসলমানেরা বায়তুল মুকাদ্দাসের সঙ্গে এই বিশ্বাসঘা'তকতা কখনোই ভুলবে না। তিনি (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সাঈদ খাতিবযাদের প্রথম সংবাদ সম্মেলন। তিনি আরও বলেছেন, এই এলাকায় যদি দ'খলদার ইসরাইল কোনো হুম'কি সৃষ্টি করে তাহলে এ জন্য দা'য়ী থাকবে আরব আমিরাত। তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারস্য উপসাগরে ইসরাইলকে হুম'কি হিসেবে গণ্য করা হয় না।

ইসরাইলের তার নিজের নিরাপত্তা নিশ্চিত করারও ক্ষ'মতা নেই বলে তিনি মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, দ'খলদার ইসরাইল এ পর্যন্ত সব চুক্তি ও প্রতিশ্রুতি ল'ঙ্ঘন করেছে এবং সব ধরণের হ'ত্যাকা'ণ্ড ঘটিয়েছে। এসবই বাস্তবতা। এই বাস্তবতার পরিবর্তন ঘ'টবে না।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাসচিব রাফায়েল গ্রোসি'র ইরান সফর সম্পর্কে তিনি বলেছেন, ইরান ও আইএইএ'র সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গত বছরগুলোতে দুই পক্ষের সম্পর্কে চড়াই-উতরাই ছিল। আইএইএ সব সময় তৃতীয় পক্ষের রাজনৈতিক চাপ উপেক্ষা করে নিরপেক্ষ থাকলে কারিগরি কা'ঠামোর আওতায় দুই পক্ষের সম্পর্কে কোনো সমস্যা তৈরি হবে না। পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে