বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ০৯:৫২:২৬

পৃথিবীর দিকে প্রবল গতিতে ধে'য়ে আসছে আরও একটু গ্রহাণু, আ'ছড়ে পড়ার আশ'ঙ্কা

 পৃথিবীর দিকে প্রবল গতিতে ধে'য়ে আসছে আরও একটু গ্রহাণু, আ'ছড়ে পড়ার আশ'ঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:  গোটা বিশ্ব এখন মহামা'রীর গ্রাসে। প্রতিদিন ক্র'মশ বাড়ছে সং'ক্রমণ। গোটা বিশ্বের ন'জর এখন ভ্যাকসিনের দিকে। কিন্তু কবে সেই ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে ধোঁ'য়াশা রয়েই গিয়েছে। কিন্তু ২০২০-তে কি শুধুই করোনা! একের পর এক ঘ'টনা ঘ'টে চলেছে।

কখনও ধে'য়ে আসছে বিশাল বালিঝড় তো আবার কখনও ঘ'টছে বিরল মগাজাগতিক ঘ'টনা। তবে ফের একবার আশ'ঙ্কার কথা শোনাচ্ছে নাসা। পৃথিবীর খুব কাছে আসতে চলেছে একটি গ্রহাণু। বিজ্ঞানীরা একে সম্বোধন করছেন ২০১৮ ভিপিআই হিসেবে।

বিজ্ঞানীরা মনে করছেন, মার্কিন নির্বাচন যখন চলবে তখন এই গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে ধে'য়ে আসবে। এর ফলে ভুখন্ডের কতটা ক্ষতি হতে পারে তা এখনও নিশ্চিত হন মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহাণু কি পৃথিবীকে স্পর্শ করতে পারে? সেটা খুঁ'জে বারা করাটাই এখন বড় চ্যালেঞ্জ মার্কিন এই গবেষনা সংস্থার কাছে।

তবে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ধে'য়ে আসা গ্রহাণুর ব্যাস অবশ্য খুব বেশি নয়। আনুমানিক প্রায় ছয় ফুটের মতো হতে পারে। যদিও এই বিষয়ে আরও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে নাসার বিজ্ঞানীরা মনে করছেন একেবারে পৃথিবীকে শরীর ছুঁ'য়ে যাবে এই গ্রহাণু! ফলে কিছুটা হলেও ভুখন্ডে এটি আছড়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে মনে করছে নাসা। তবে এতে বড়সড় কোনও প্রভাবের আশ'ঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

আগামী ৩ নভেম্বর আমেরিকায় নির্বাচন। তার ঠিক আগেই ওই গ্রহাণু চলে আসছে পৃথিবীর কাছাকাছি। উলেখ্য, ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার পালোরমার অবজারভেটরিতে প্রথমবার এই গ্রহাণুর অস্তিত্ব সম্পর্কে জানতে পারা যায়। সেই থেকেই মহাকাশ গবেষকরা এই স্পেস-রকটির উপর ন'জর রাখছিলেন।

গত মাসখানেক কপাল জো'রে কার্যত রক্ষা পায় পৃথিবী। আটটি আর্থ অবজেক্ট পৃথিবীর দিকে ধে'য়ে আসে। প্রথমে পাঁচটি গ্রহাণুর পৃথিবীর দি'কে ধেয়ে আসার কথা বলা হয়েছিল। যদিও পরে ধাপে ধাপে আটটি বিশাল আকারের গ্রহাণু ধে'য়ে আসে পৃথিবীর দিকে। প্রত্যেকটি কার্যত পৃথিবীর একেবারে গা ঘেঁ'ষে বেরিয়ে যায়। তবে নতুন করে আরও একটি গ্রহাণু ধে'য়ে আসার খবর চিন্তার ভাঁজ মহাকাশ বিজ্ঞানীদের কপালে।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে