বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ০৭:৩১:০৮

স্যাটেলাইটে ধ'রা পড়লো উত্তর কোরিয়ার ভয়ঙ্কর 'রহস্যময়' ক্ষে'পণা'স্ত্রবাহী সাবমেরিন

স্যাটেলাইটে ধ'রা পড়লো উত্তর কোরিয়ার ভয়ঙ্কর 'রহস্যময়' ক্ষে'পণা'স্ত্রবাহী সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তে'জনা বাড়িয়ে নিজেদের সাম'রিক শক্তিকে আরও ভ'য়'ঙ্কর করে গড়ে তুলছে উত্তর কোরিয়া। দেশটির জাহাজ তৈরির একটি জায়গায় (শিপইয়ার্ড) র'হ'স্যজনক সা'বমে'রিন দেখা গেছে স্যাটেলাইটে ধা'রণ করা ছবিতে। ছবিটি এমন এক সময় প্রকা'শ্যে এলো যখন উত্তর কোরিয়া সা'বমে'রিন থেকে ক্ষে'পণা'স্ত্র উৎ'ক্ষে'পণের পরিক'ল্পনার বিষয়টি জো'রা'লো হচ্ছে।

চলতি বছরের মে মাসে ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, সাবমেরিন তৈরি করছে উত্তর কোরিয়া। তারও আগে ২০১৯ সালের আগস্টে স্যাটে'লাইটে ধা'রণ করা ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়া এমন এক ধ'রনের সাবমে'রিন তৈরি করছে, যা থেকে ক্ষে'পণা'স্ত্র নি'ক্ষে'প করা যাবে।

২০১০ সালের মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যু'দ্ধজাহাজ বি'স্ফো'রক ট'র্পে'ডো দিয়ে ধ্বং'স করে দেয় উত্তর কোরিয়া। আর সেটি উত্তর কোরিয়ার এমএস-২৯ ইউনো ক্লাস মিডগেট সা'বমে'রিন থেকে নি'ক্ষে'প করা হয়েছিল বলে বিশেষ'জ্ঞদের ধারণা। নতুন সাবমে'রিনটি ওই সাবমে'রিনের পরের ভার্সন বলে ফোর্বস ম্যাগাজিনের প্র'তিবে'দনে দাবি করা হয়েছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে