বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ০৮:৩২:৪৫

গুগল ক্রম ব্যবহারকারীদের জন্য নতুন চমক!

গুগল ক্রম ব্যবহারকারীদের জন্য নতুন চমক!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল নতুন ফিচার এবং আপডেট আনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে যারা অনেকগুলো ট্যাব খুলে কাজ করেন তাদের জন্য গুগল ক্রম ব্রাউজারের নতুন আপডেটে ১০ শতাংশ ফাস্ট হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) ক্রমের পরিচালক অ্যালেক্স আইনস্টি তার এক ব্লগপোষ্টে এ তথ্য নি'শ্চিত করেছেন।

অ্যালেক্স আইনস্টি বলেন, ''বর্তমান সময়ে মানুষ ব্রাউজারে বেশি সময় কা'টাচ্ছেন। যার কারণে একসঙ্গে অনেক ট্যাব খুলে কাজ করতে হচ্ছে তাদের। যার ফলে অনেক সময় ব্রাউজারের গতি কমে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।'' একই সাইটের অনেকগুলো পেজ খুলে রাখলে প্রিভিউতে সব পেজই এক রকম মনে হয়। 

গুগল এখানে পরিবর্তন আনার কথা জানিয়েছে। পেজগুলোর পার্থক্য যেন সহজে বোঝা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। ব্রাউজারের সম'স্যা এড়াতে নতুন আপডেট এবং ফিচার সামনের কয়েক সপ্তাহে ধী'রে ধী'রে প্রকা'শ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে