বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ০৯:৪৩:৪৫

ভূমধ্যসাগরে কোনও ছাড় দেবে না তুরস্ক: এরদোয়ান

ভূমধ্যসাগরে কোনও ছাড় দেবে না তুরস্ক: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান স'ত'র্ক করে বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে কোনও ছাড় দেবে না তার দেশ। এছাড়া কৃষ্ণ সাগর, আজিয়ান ও ভূমধ্যসাগরে নিজেদের অধিকার বজায় রাখতে আঙ্কারা প্রয়োজনীয় সবকিছু করতে প্র'তিশ্রু'তিব'দ্ধ বলেও জানান তিনি। 

বুধবার (২৬ আগস্ট) একাদশ শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বি'রু'দ্ধে সেলজাক তুর্কিদের বিজয় স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এরদোয়ান এসব কথা বলেন। প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, ''এসব বিষয়ে কোনও ভু'ল সিদ্ধান্ত নিলে তা তাদের ধ্বং'স ডেকে আনবে।'' কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্র'তিবে'দন থেকে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক বছর ধ'রেই সমুদ্র এলাকায় তেল ও গ্যাসের মজুত অনুস'ন্ধা'ন জো'রদা'র করেছে তুরস্ক। গত ২১ আগস্ট কৃষ্ণসাগরে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের স'ন্ধা'ন পাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওই মজুত পাওয়ার পরও অনুস'ন্ধা'ন কাজে আরও গতি আনে আঙ্কারা। 

এদিকে পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস মজুতের মালিকানা নিয়ে গ্রিসের সঙ্গে উত্তে'জনা বাড়ছে তুরস্কের। সেই উত্তেজনার মধ্যেই পা'ল্টাপা'ল্টি সাম'রিক মহ'ড়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। আর ওই উত্তে'জ'না নির'সনের উদ্যোগ নিয়ে মঙ্গলবার আ'ঙ্কা'রা ও এথেন্স সফর করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ''আমরা অন্য কারও অঞ্চল, সার্বভৌমত্ব এবং স্বার্থের দিকে ন'জ'র দিচ্ছি না, কিন্তু যেগুলো আমাদের সেগুলোতে কোনও প্রকার ছাড় দেবো না।'' গ্রিসকে উদ্দেশ করে তিনি বলেন, ''ভুল এড়িয়ে চলুন, তাহলেই ধ্বং'স এড়াতে পারবেন। যেগুলো আমাদের সেগুলো নিয়ে আমরা কোনও আপ'স করবো না...যা কিছু প্রয়োজন তা করতে আমরা প্রতিশ্রু'তিব'দ্ধ।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে