বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ০৭:৩৬:০৫

সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়া-যুক্তরাষ্ট্র সাজোয়া যানের মু'খোমু'খি সং'ঘর্ষ (ভিডিওসহ)

সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়া-যুক্তরাষ্ট্র সাজোয়া যানের মু'খোমু'খি সং'ঘর্ষ (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাম'রিক বাহি'নীর সাঁজোয়া যানের মু'খোমু'খি সং'ঘর্ষ হয়েছে। এতে মার্কিন সাম'রিক বাহি'নীর বেশ কয়েকজন সদস্য আহ'ত হয়েছেন। এ ঘ'টনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই'রাল হয়েছে।

তবে এ দুই প্র'তিদ্ব'ন্দ্বী দেশের সরকার সাঁজো'য়া যানের সং'ঘ'র্ষের জন্য পরস্পরকে দা'য়ী করছে। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম রুশভেসনা ডটএসইউ-তে এই সং'ঘ'র্ষের একটি ভিডিও সম্প্রচার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওটি ভাই'রাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলে মরুভূমির মধ্যে রাশিয়ার সাম'রিক যানের বহর এগিয়ে যাচ্ছে। 

এ সময় যুক্তরাষ্ট্রের সাঁজোয়া যান এগিয়ে এলে ধা'ক্কা দিয়ে গতিপথ পাল্টে দেয় রুশ সাঁজোয়া যান। একই সময় ওই এলাকায় একেবারে মাথার ওপরে রাশিয়ার একাধিক সাম'রিক হে'লিক'প্টারও উড়তে দেখা যায়। রাশিয়া বলছে, মস্কোর সৈন্যদের টহলে বা'ধা দেয়ার চেষ্টা করেছে মার্কিন সামরিক বা'হি'নী। সিরিয়ায় রুশ-মার্কিন সাম'রিক যানের সং'ঘ'র্ষের এই খবর সংবাদমাধ্যমে আসে বুধবার।

রাশিয়ার প্রতির'ক্ষা মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় রুশ সাম'রিক বাহি'নীর টহলের তথ্য মার্কিন সামরিক বাহিনীকে আগাম জানিয়ে দেয়া হয়েছিল। রুশ সংবাদসংস্থা তাস নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগাম জানানো সত্ত্বেও বিদ্যমান চু'ক্তির ল'ঙ্ঘ'ন করে রাশিয়ার টহল আ'টকে দেয়ার চেষ্টা করেছে মার্কিন স'শ'স্ত্র বা'হি'নীর সদস্যরা। 

জবাবে, অ'ঘ'টন ঠে'কাতে এবং মিশন সম্পন্ন করতে রাশিয়ার সাম'রিক পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরা'পত্তা পরিষদ বলেছে, যুক্তরাষ্ট্রের মা'ইন-প্র'তিরো'ধী একটি সাঁজো'য়া যানে আ'ঘা'ত করেছে রাশিয়ার সাম'রিক যান। এতে ওই যানের ক্রুরা আহ'ত হয়েছেন। ভিডিওটি দেখুন.. সূত্র : বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে