বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ০৮:৫০:৩৭

গুগলে ভগবান বিষ্ণুর একাদশ অবতার সার্চ করলেই আসছে নরেন্দ্র মোদি!

গুগলে ভগবান বিষ্ণুর একাদশ অবতার সার্চ করলেই আসছে নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু পুরাণ মতে ভগবান বিষ্ণুর দশ অবতার। কিন্তু তার একাদশ অবতারও রয়েছে। অন্তত বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের দাবি এমনটাই। আর সেই একাদশ অবতার হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি‌!‌ শুনতে অবাক লাগলেও সম্প্রতি ধ'রা পড়েছিল গুগলের এই ভুল। যা কি না প্রযুক্তিগত একটি কারণের জন্যই হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেই সং'ক্রা'ন্ত প্রতিবেদনও প্রকা'শিত হয়েছে। তাতে বলা হয়েছে, গুগলে বিষ্ণুর 'একাদশ অবতার' লিখে সার্চ করলেই আসছে মোদির নাম। তবে সংস্থার তরফ থেকে কখনওই ইচ্ছাকৃতভাবে এরকম করা হয়নি। আসলে গুগলের অ্যালগরিদমের জন্যই এই ভু'লটি হয়েছে। গুগলের বিশেষ অ্যালগরিদমের জন্য এই ভু'লটি হচ্ছে। কখনও কখনও ইন্টারনেটে কোনও ছবির ব্যাখ্যায় কোনও ভু'লের কারণে এরকম হয়ে থাকে। এর সঙ্গে গুগলের মতামত কখনই মেলে না। এরপরও এরকম একা'ধিক ঘ'টনা ঘ'টেছে।

সম্প্রতি সেরকমই একটি হল এই '‌বিষ্ণুর একাদশ অবতার' লিখে সার্চ করলে প্রধানমন্ত্রী মোদির নাম চলে আসার ঘটনাটি‌। আসলে চলতি বছরের মার্চে ভারতে যখন করোনা ভাইরাসের সং'ক্র'মণ শুরু হয়েছে, তখন জয়ন্ত পাটিল বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির তী'ব্র স'মালো'চনা করেন। সেসময় পালটা জবাব দিতে গিয়ে মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র অবধূত ওয়াঘ বলেন, জয়ন্ত পাটিল প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির সমালোচনা করেছেন। আর তাই সাঙ্গলিতে করোনার পজিটিভ কেসের সংখ্যা বাড়ছে। এরপর নিজের টুইটার হ্যান্ডেলে সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে ভগবান বিষ্ণুর একাদশ অবতার বলে দাবি করে বসেন।

তার এই বক্তব্যের পরই দেশজুড়ে শো'রগো'ল পড়ে যায়। অনেক সংবাদমাধ্যম সেই সং'ক্রা'ন্ত প্রতিবেদন প্রকা'শ করে। তাতে সরাসরি অবধূতের বক্তব্যও তুলে ধ'রা হয়, যেখানে তিনি বলেন, ''প্রধানমন্ত্রী মোদি ভগবান বিষ্ণুর একাদশ অবতার।'' আর এই কারণেই গুগলের অ্যালগরিদম ‌ '‌বিষ্ণুর একাদশ অবতার' লিখে সার্চ করলে প্রধানমন্ত্রী মোদির নাম দেখাচ্ছে। যদিও পরবর্তীতে গুগলের তরফ থেকে এই ভু'লটি শু'ধরে নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে